
Muhammad Yunus Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠির জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা’র বার্তাও দিয়েছেন। মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইউনূস তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই চিঠির একটি ছবি পোস্ট করেছেন। এমনকি, মোদী তাঁকে যে চিঠি পাঠিয়েছিলেন, তাও তিনি প্রকাশ্যে এনেছেন।
ইউনূস তথা বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গত ৪ জুন, একটি চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘‘ভারত সরকারের তরফ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অঙ্গ হল এই উৎসব। এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিক এই উৎসব পালন করে থাকেন। এই উৎসব আসলে আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায়। আমাদের মধ্যে জাগিয়ে তোলে সহানুভূতি এবং সৌভ্রাতৃত্বের বোধ। শান্তির পৃথিবী গড়ে তোলার জন্য যা ভীষণ প্রয়োজন। আপনার সুস্বাস্থ্যের কামনা করছি।’’
৬ জুনের লেখা সেই চিঠিতে তিনি বলেছেন, ‘‘ঈদ উপলক্ষ্যে আপনার সুচিন্তিত বার্তা আমাদের দুটি দেশের পারস্পরিক মূল্যবোধেরই প্রতিফলন। আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ বিভিন্ন সম্প্রদায়কে কাছে টেনে আনে এবং উৎসব, আত্মত্যাগ ও সংহতির চেতনায় মেলবন্ধন ঘটায়। এই উৎসব গোটা বিশ্বের মানুষের বৃহত্তর সুবিধার্থে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে। আমি নিশ্চিত যে, আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।’’
সেইসঙ্গে, নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি কামনা করে চিঠি শেষ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে গণ বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতে চলে এসেছিলেন তিনি। ঠিক তারপর ৮ অগাস্ট, বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার।
এখনও অবশ্য সেই সরকারই ক্ষমতায় রয়েছে সেই দেশে। এদিকে আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করে দিয়েছেন মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রচণ্ডভাবে বেড়ে গেছে বলে অভিযোগ। যা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ঈদকে কেন্দ্র করে মোদীর চিঠির জবাবে ইউনূসের এই পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।