২৬ মার্চের মধ্যেই বাংলাদেশে সেনা অভ্যুত্থান! চিনে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস

Bangladesh Situation: আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর সেই দিনই চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

 

Bangladesh Situation:আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর সেই দিনই চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপষ্টা মহম্মদ ইউনুস। দুই দিনের চিন সফরে তাঁর চিনের প্রধান সি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তিনি বেজিং বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেবেন। কিন্তু তারই মধ্যে আবারও উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। সেখানে সেনা অভ্যুত্থান হতে পারে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সূত্র। ইতিমধ্যেই বাংলাদেশের আন্দোলনকারী যুব নেতাদের সঙ্গে সেনা বাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। তারওপর সেনা বাহিনীর অতি-তৎপর বলেও খবর।

বাংলাদেশের সেনা ছাউনিগুলিতে বাড়ান হয়েছে নিরাপত্তা। রাস্তায় টহল দিচ্ছে সেনা। যদিও হাসিনা সরকারের পতনের সময় থেকেই বাংলাদেশের সেনা বাহিনী অতিসক্রিয় ছিল। হাসিনার পতনের পর সেনা বহিনী কিছুটা হলেও নিস্ক্রিয় হয়ে যায়। কিন্তু বর্তমানে আবারও সক্রিয় হয়েছে বলেও সূত্রের খবর।

Latest Videos

বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার ঘনিষ্ট। তারই তৎপরতায় শেখ হসিনা দেশ ছেড়েছিলেন। সূত্রের খবর বাংলাদেশের সেনা বাহিনী বর্তমানে চাইছে বাংলাদেশে সক্রিয় হোক আওয়ামি লিগ। ফিরে আসুক সেখ হাসিনা। আন্দোলনকারী যুব নেতাদের তেমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সেনা। তাতেই সেনা অভ্যুত্থানের আশঙ্কা বাড়ছে। মহম্মদ ইউনুসের অনুপস্থিতিতেই বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে বলেও মনে করছে সূত্র।

অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকেই ভারতের নিরাপদ আশ্রয় রয়েছেন হাসিনা। তার আগে থেকেই উত্তপ্ত বাংলাদেশ। কিন্তু হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেও বাংলাদেশকে শান্ত করতে পারেনি। উল্টো আন্দোলনকারীদের মধ্যেই একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake