ওসমান হাদি খুনে ২ অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে, দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের

Published : Dec 28, 2025, 02:27 PM IST
Osman Hadi

সংক্ষিপ্ত

Osman Hadi Murder: বাংলাদেশে ভারত-বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত বাংলাদেশের পুলিশ এই ঘটনার কিনারা করতে পারেনি। ভারতের নাম জড়িয়ে মুখরক্ষা করার চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ।

DID YOU KNOW ?
মেঘালয় দিয়ে অনুপ্রবেশ
বাংলাদেশ থেকে সহজেই মেঘালয়ে অনুপ্রবেশ করা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা গিয়েছে। এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশও সেই দাবি করেছে।

Osman Hadi Murder Case: মেঘালয় সীমান্ত (Meghalaya Border) দিয়ে ভারতে পালিয়ে এসেছে ওসমান হাদি (Osman Hadi) হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই সন্দেহভাজন ব্যক্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (Dhaka Metropolitan Police) পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। বাংলাদেশ সরকার (Bangladesh Government) এখন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। হাদির খুনে অভিযুক্তদের গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগির শেখ ময়মনসিংহের (Mymensingh) হালুয়াঘাট সীমান্ত (Haluaghat Border) দিয়ে ভারতে প্রবেশ করেছে। স্থানীয় সহযোগীদের সাহায্য নিয়ে ভারতে প্রবেশ করেছে তারা। ঢাকা পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক আরও জানিয়েছেন, দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার পূর্তি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে। তারপর স্যামি নামে এক ট্যাক্সিচালক তাদের মেঘালয়ের তুরা শহরে নিয়ে যায়।

হাদি হত্যায় অভিযুক্তদের ভারতে গ্রেফতার করা হবে?

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি, যারা দুই সন্দেহভাজনকে সাহায্য করেছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আমরা সরকারি ও বেসরকারি মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। হাদি হত্যায় অভিযুক্তদের গ্রেফতার ও প্রত্যর্পণ নিশ্চিত করার চেষ্টা করছি আমরা।’

মেঘালয় থেকে সহজেই ভারতে অনুপ্রবেশ

বাংলাদেশ থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে সহজেই ভারতে অনুপ্রবেশ করা যায়। বাংলাদেশের ইউটিউবাররা তা দেখিয়ে দিয়েছেন। ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে দাবি করছে, তা সত্যি হতেও পারে। সীমান্তের অনেক জায়গাতেই পাহারা নেই। কাঁটাতারও সব জায়গায় নেই। এই কারণে অনুপ্রবেশ সহজ। তবে সত্যিই যদি হাদি হত্যায় অভিযুক্তরা ভারতে অনুপ্রবেশ করে থাকে, তাহলে তাদের গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কারণ, ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ওসমান হাদি হত্যাকাণ্ডে ২ সন্দেহভাজন ভারতে প্রবেশ করেছে?
ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করেছে, মেঘালয় সীমান্ত দিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডে ২ অভিযুক্ত ভারতে প্রবেশ করেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

রয়েছে খুন, জমি দখল, জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ, কলকাতায় বহাল তবিয়তে 'যশোরের ত্রাস!'
বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য-অশান্তি, জেমসের কনসার্টে হামলা, বাতিল অনুষ্ঠান