শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া বাংলাদেশ, এবার অজুহাত দেড় মাসের মধ্যে শুরু বিচারপ্রক্রিয়া

Published : Mar 02, 2025, 03:21 PM IST

এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 

PREV
110
শেখ হাসিনার বিচার

এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

210
বাংলাদেশের আইনজীবীর বার্তা

বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ তাজুল হোসেন জানিয়েছেন দেড় মাসের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু করা হবে।

310
হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ

বর্তমানে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সেই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলছে বলেও সূত্রের খবর।

410
ভারত-বাংলাদেশ চুক্তি

তাজুল হোসেন ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে, তা-ও মনে করিয়ে দেন।

510
মার্চেই হাতে নথি

তাজুল বলেছেন, 'হাসিনা-সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি। যদি আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই, এক-দেড় মাসের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। কত দিন ধরে তা চলবে, এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচারপ্রক্রিয়ার কাজ এগোনো যায়, সেই চেষ্টা করব। ট্রাইব্যুনালের বিচার কোনও বিরতি ছাড়াই চলবে'।

610
ইন্টারপোলের সাহায্য

হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে কোনও তাড়াহুড়ো করছে না বাংলাদেশ সরকার। বাংলাদেশের মানুষের আকাঙ্কাকে গুরুত্ব দিয়েই হাসিনার বিচার হবে বলেও জানিয়েছেন তাজুল। তিনি আরও বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

710
ইন্টারপোলের সাহায্য

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লিগ সরকারই তা স্বাক্ষর করেছে। তিনি আরও জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আশা করছে ভারত চুক্তির শর্ত মেনেই হাসিনাকে ফিরিয়ে দেবে।

810
হাসিনার বিরুদ্ধে অভিযোগ

হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তাজুল আরও বলেন,'এটি কোনও সাধারণ খুনের ঘটনা নয়। এগুলি মানবতাবিরোধী অপরাধ। যার বিস্তৃতি ৫৬ হাজার বর্গমাইল। দুই বারের বেশি মানুষ এতে শহিদ হয়েছেন। আহতের সমখ্যা ২৫ হাজারের বেশি।' তিনি জানিয়েছেন বাংলাদেশ সরকার হাসিনা দ্রুত বিচার চায়।

910
৫ অগস্টের গণবিক্ষোভ

গত বছর ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভ হয়। সেই সময়ই পদ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা।

1010
ভারতের আশ্রয়ে

সেই সময়ই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গোপন আশ্রয়ে রয়েছেন। যদিও আওয়ামি লিগের একাধিক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি অংশগ্রহণ করেন।

click me!

Recommended Stories