Sheikh Hasina Verdict: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা! বাংলাদেশে ধর্মঘট ডাকল আওয়ামী লিগ

Published : Nov 17, 2025, 05:21 PM IST
Sheikh Hasina Verdict: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা! বাংলাদেশে ধর্মঘট ডাকল আওয়ামী লিগ

সংক্ষিপ্ত

Sheikh Hasina Verdict: সেখানে তারা ফাঁসির সাজা ঘোষণা করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। 

Sheikh Hasina Verdict: মৃত্যুদণ্ডের রায় সামনে আসতেই কার্যত, ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লিগের সমর্থকরা (sheikh hasina verdict)। প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার, রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (sheikh hasina news)। 

দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লিগ

সেখানে তারা ফাঁসির সাজা ঘোষণা করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আর সেই রায় সামনে আসতেই রীতিমতো প্রতিবাদ শুরু হয়ে গেছে। মঙ্গলবার, অর্থাৎ ১৮ নভেম্বর গোটা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লিগ।

ইতিমধ্যেই শেখ হাসিনা এই প্রসঙ্গে বলেছেন, “আমার বিরুদ্ধে ট্রাইবুনাল যে সমস্ত অভিযোগ এনেছে, সেগুলিকে সম্পূর্ণভাবে আমি অস্বীকার করছি। গত বছরের জুলাই-অগাস্ট মাসে যত জনের মৃত্যু হয়েছে, সেই জন্য আমি সত্যিই শোকাহত। কিন্তু আমি কিংবা কোনও রাজনৈতিক নেতা কখনওই কোনও আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিইনি। তাছাড়া আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। এমনকি, নিজের পছন্দমতো আইনজীবীও বেছে নেওয়ার কোনও সুযোগ দেওয়া হয়নি। এই ট্রাইবুনাল পুরোপুরি পক্ষপাতদুষ্ট।"

ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লিগের সমর্থকরা

উত্তাল বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির মাঝেই সরকার বদল ঘটে। তারপর বহু হিন্দু পরিবারের উপর আক্রমণ নেমে আসে। অত্যাচারিত হন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। এবার খোদ প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। যখন সেই দেশের সিংহাসনে রয়েছে ইউনুস সরকার সরকার। আর এই রায় সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লিগের সমর্থকরা। 

খুব স্বাভাবিকভাবেই, হাসিনার মৃত্যুদণ্ডের আদেশকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তারা। কেন এই সিদ্ধান্ত? সেইসব মিলিয়েই এবার, আরও কড়া অবস্থান নিয়েছেন তারা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ফাঁসির সাজা ঘোষণা করতেই মঙ্গলবার, অর্থাৎ ১৮ নভেম্বর গোটা বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লিগ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে