বাংলাদেশে ফিরছে হাসিনার আওয়ামি লিগ! সেনা ও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ যুব নেতার

Bangladesh: বাংলাদেশে ফিরছে হাসিনার আওয়ামি লিগ। বাংলাদেশের সেনা বাহিনীর সঙ্গে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুব নেতার।

 

Saborni Mitra | Updated : Mar 22 2025, 03:28 PM IST
110
বাংলাদেশের রাজনীতিতে বদল!

২০২৪ সালে হাসিনা সরকারের পতন হয়েছিল। শেষ হয়েছিল আওয়ামি লিগের যুগ। কিন্তু আবারও আওয়ামি লিগ দেশে ফিরতে পারে। আশঙ্কা আন্দোলনকারী যুব নেতার।

210
সেনা বাহিনীর সাহায্য

যুবনেতার অভিযোগ বাংলাদেশের সেনা বাহিনী আওয়ামি লিগকে দেশে ফেরাতে তৎপর।

310
অভিযোগকারী

এই অভিযোগ করেছে এনসিপি নেতা হাসনাত। তিনি সরাসরি সেনা বাহিনীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বলেছেন, সেনা বাহিনী বাংলাদেশে আওয়ামি লিগকে ফেরাতে ষড়যন্ত্র করছে।

410
আওয়ামি লিগের দাবি

সম্প্রতি আওয়ামি লিগের দাবি ২৬ মার্চ বাংলাদেশর স্বাধীনতা দিবসে আওয়ামি লিগের প্রত্যাবর্তন হবে। তাতে হাত রয়েছে ভারতেও। এমনই অভিযোগ করা হয়েছে।

510
আওয়ামি লিগ নিষিদ্ধ নয়

বাংলাদেশে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর ছাত্রলিগ নিষিদ্ধ হলেও আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়নি।

610
মহম্মদ ইউসুন সরকার

অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকার জানিয়েছে, তাঁর সরকার দোষীদের বিচার করলেও আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে না।

710
সুরবদল বিএনপি

আওয়ামি লিগের প্রধান শত্রু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রথম দিকে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর অনেকটাই নরম করেছে।

810
সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র

সোশ্যাল মিডিয়ায় যুব নেতা বলেছেন তাঁদের নাকি ঢাকা ক্যানটনমেন্টে ডেকে রীতিমতো ধমক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, 'রিফাইন্ড-আওয়ামি লিগ'কে মেনে নিতে হবে। তবে হাসনাতরা নাকি সেই 'চাপের' সামনে মাথা নত করেননি।

910
সেনার কথা

যুব নেতা আরও বলেছেন, সেনা বাহিনী তাদের ধমক দিয়েছে। যুব নেতার কথায়, এক সেনা কর্তা নাকি তাঁদের 'ধমকেছেন'। সেনা নাকি তাঁদের বলেছেন, 'তোমরা কিছুই জান না। তোমাদের অভিজ্ঞতা নেই। আমরা ৪০ বছর ধরে সার্ভিসে আছি। তোমার বয়সের থেকে বেশি। আওয়ামি লিগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয়।'

1010
হাসিনাতে না!

হাসনাত সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তাঁরা কিছুতেই শেখ হাসিনা বা তাঁর দলকে মেনে নেবেন না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos