ট্রাম্পের দেখানো পথেই সীমান্ত সুরক্ষায় জোর ব্রিটিশ প্রধানমন্ত্রীর, অভিবাসন নীতিতে বড় বদলের ঘোষণা ব্রিটেনের

Published : Aug 11, 2025, 10:05 PM IST
UK PM Keir Starmer (File Photo) (Image Credit: X/@Keir_Starmer)

সংক্ষিপ্ত

Britain Immigration Rules: ট্রাম্পের দেখানো পথেই এবার হাঁটতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

London Immigration Rules: আমেরিকার পর এবার ব্রিটেন। ট্রাম্পের দেখানো পথেই হাঁটছেন কেয়ার স্টারমার। সোমবার অবৈধ অভিবাসীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, যারা বেআইনিভাবে দেশে প্রবেশ করবে, তাদের অবিলম্বে আটক করা হবে এবং দেশ থেকে বিতাড়িত করা হবে।

সূত্রের খবর, এই পদক্ষেপ নেওয়ার কারণ হল- ব্রিটেন তাদের "এখন নির্বাসন, পরে আপিল" (deport now, appeal later) প্রকল্পটিকে ২৩টি দেশে, যার মধ্যে ভারতও রয়েছে, প্রসারিত করেছে। এর মাধ্যমে নিয়মতান্ত্রিক অভিবাসন সংস্কারের মাধ্যমে দেশের "সীমান্ত সুরক্ষিত" করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসন এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন লেবার নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি এই বিষয়ে এক্স হ্যান্ডেলে  পোস্ট করা একটি বার্তায় তিনি লেখেন, "যদি আপনি অবৈধভাবে এই দেশে আসেন, তাহলে আপনাকে আটক করা হবে এবং ফেরত পাঠানো হবে। যদি আপনি এই দেশে এসে কোনও অপরাধ করেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব আপনাকে নির্বাসিত করব।"

 

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে, এখন থেকে অপরাধে লিপ্ত বিদেশি নাগরিকদের আপিলের দীর্ঘসূত্রিতার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “বহুদিন ধরে বিদেশি অপরাধীরা আমাদের অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে বছরের পর বছর ব্রিটেনে রয়ে গেছে, কারণ তাদের আপিল প্রক্রিয়া চলতে থাকে।”

স্টারমার আরও বলেন, “এর অবসান এখন থেকে হবে। যদি কোনও বিদেশি নাগরিক আইন ভঙ্গ করে, তাহলে তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশ থেকে বিতাড়িত করা হবে।” তার এই কঠোর বার্তাটি অভিবাসন নীতিতে লেবার সরকারের অনমনীয় অবস্থানেরই প্রতিফলন। এই পদক্ষেপের ফলে ব্রিটেনে অপরাধ নিয়ন্ত্রণে এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে সহায়তা হবে বলে সরকার আশা করছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
দিল্লি বিস্ফোরণে প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা! ব্রিটিশ নাগরিকদের ভারত ভ্রমণে জারি একগুচ্ছ নির্দেশিকা