X Down: শুক্রবার রাতে ভারত-সহ বিভিন্ন দেশে 'এক্স' হ্যান্ডলে সমস্যা দেখা গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত লক্ষাধিক মানুষ সমস্যায় পড়ছেন। তাঁরা 'এক্স' হ্যান্ডলে কোনও পোস্ট করতে পারছেন না।
KNOW
X Down India: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র (United States of India), ইংল্যান্ডের (United Kingdom) মতো দেশগুলিতে লক্ষাধিক মানুষ 'এক্স' হ্যান্ডল ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়লেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ৬২,০০০-এরও বেশি 'এক্স' ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিছু করতে পারছেন না। ইংল্যান্ডে ১১,০০০-এরও বেশি 'এক্স' ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারছেন না। ভারতে প্রায় ৩,০০০ 'এক্স' ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এই প্ল্যাটফর্মে কিছু করতে পারছেন না। তবে ঠিক কী কারণে 'এক্স' হ্যান্ডলে এই সমস্যা হল, তা জানা যায়নি। তিন দিনের মধ্যে দু'বার একই সমস্যা হওয়ায় বহু মানুষ ক্ষুব্ধ। সবাই দাবি করছেন, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটিয়ে ফেলা হোক এবং বারবার যাতে এই ধরনের সমস্যা না হয়, তা নিশ্চিত করা হোক।
শুক্রবার রাতে হঠাৎ সমস্যা
ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী 'এক্স' হ্যান্ডলে সমস্যা শুরু হয়। অনেকেই এই প্ল্যাটফর্মে লগ ইন করতে পারছিলেন না। এই মাইক্রোব্লগিং সাইটের ফিড সাদা হয়ে যায়। কিছু পোস্টও করা সম্ভব হচ্ছিল না। সব দেশেই একই সমস্যা হয়। বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে 'এক্স' হ্যান্ডলের সমালোচনা শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন, এই মাইক্রোব্লগিং সাইটের ব্যবস্থাপনাতেই সমস্যা হচ্ছে।
মঙ্গলবারও সমস্যা হয়েছিল
শুক্রবারের আগে মঙ্গলবারও বিভিন্ন দেশে 'এক্স' হ্যান্ডলে সমস্যা তৈরি হয়। প্রায় ২৩,০০০ ব্যক্তি জানান, তাঁরা এই প্ল্যাটফর্মে কোনও কাজ করতে পারছিলেন না। এর মধ্যে ইংল্যান্ডে ৭,০০০-এরও বেশি 'এক্স' ব্যবহারকারী জানান, তাঁরা সমস্যায় পড়েন। কানাডায় (Canada) ২,৭০০ জনেরও বেশি 'এক্স' ব্যবহারকারী জানান, তাঁরা সমস্যায় পড়েন। তিন দিনের মধ্যে ইলন মাস্কের (Elon Musk) মালিকানাধীন এই প্ল্যাটফর্মে ফের সমস্যা হল। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করেন। এই কারণেই এই প্ল্যাটফর্মে সমস্যা তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


