করোনার কোপ- বড়দিনে একাধিক নিষেধাজ্ঞা ইতালিতে
২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি বন্ধ ভ্রমণ
রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু
বেশ কিছু রেস্তোরাতে থাকবে কেবল হোমডেলিভারি
করোনার থাবায় এক সময় বদলে গিয়েছিল ইতালির চেনা ছবি। একের পর এক মৃত্যু সংবাদ উঠে এসেছিল সংখ্যা হয়ে খবরের শিরোনামে। প্রতিটা দেশ উৎসবের মরশুমে এক ভয়াবহ পরিস্থিতির সন্মুখীন হয়েছে। বেড়ে সংক্রমণের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার নতুন বছর আসার পালা। বড় দিনের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা বিশ্ব। সেই তালিকাতে নাম লিখিয়েছে ইতালি।
প্রতিবছরই বড় দিনে সুন্দরভাবে সেজে ওঠে এই দেশ। রাস্তা ঘাট থেকে শুরু করে গির্জা, বিভিন্ন জায়গায় আলোর রসনাই থাকে চোখে পড়ার মতো। পাশাপাশি থাকে হাজারে হাজারে ভিড়। এবার সেই ভয়েতেই আগে থেকে সতর্ক হতে একাধিক নিয়ম নিয়ে হাজির ইতালি। বড় দিনের সময় থাকবে শহর জুড়ে কার্ফু। এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করা যাবে না।
প্রতিদিন রাত ১০ টা থেকে শুরু করে ভোর ৫ টা পর্যন্ত থাকবে গোটা শহর জুড়ে কার্ফু। বড়দিনের দিন সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠান মিটিয়ে ফিরতে হবে ১০টার মধ্যে বাড়ি। এভাবেই এবছর করোনা থেকে বাঁচতে পরিকল্পনা করে ফেলেছে ইতালি। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। কড়া নিরাপত্তা ঢেকে ফেলা হচ্ছে শহর। চেনা ছবি নয়, সতর্কতাই মূল মন্ত্র এবার সেলিব্রেশনের।