ভারতীয় মাছে 'না' চিনের, একটি নির্দিষ্ট সংস্থার ওপর জারি করা হল নিষেধাজ্ঞা

  • ভারতীয় মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা 
  • একটি নির্দিষ্ট সংস্থার মাছে না করল চিন 
  • এক সপ্তাহের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা
     

ভারত থেকে মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল চিন। আগামী এক সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানিয়েছে বেজিং। আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হয়ে বলেই সিদ্ধান্ত নিয়েছে শি জিংপিং প্রশাসন। তেমনই জানিয়েছে সূত্র। কিন্তু কেন মাছ আমদানির ওপর আচমকা এই নিষেধাজ্ঞা জারি করা হল ? 

ভারত থেকে রফতানি হওয়া একটি সংস্থার মাছের ওপরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিনা কাস্টমস অফিস থেকে জানান হয়েছেন সংশ্লিষ্ট সংস্থার ফ্রোজেন কাটল ফিসের প্যাকেটের বাইরে থেকে করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে। তিনটি নমুনায় জানা গেছে প্যাকেটের বাইরে করোনাভাইরাসের জীবাণু রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বসু ইন্টারন্যাশানাল নামের সংশ্লিষ্ট সংস্থার আমদানির ওপর যে স্থগিতাদেশ জারি করা হয়েছে তা পুরণরায় এক সপ্তাহ পরে চালু হবে। 

Latest Videos

এবছর সেপ্টেম্বর মাসে চিন একটি বিদেশ থেকে আমদানি করা ফ্রোজেন খাবারের প্যাকেটের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছিল। তাতে দেখা গিয়েছিলেন অধিকাংশ ফ্রোজেন খাবারের প্যাকেটে করোনার জীবানুর মজুত রয়েছে। তারপর থেকেই ফ্রোজেন খাবারের প্যাকেটগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে চিন। একটি বিদেশী  সংস্থাকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করার হুমকিও দিয়েছিল বেজিং। চিনের তরফে বলা হয়েছে পরপর তিনবার যদি কোনও সংস্থার ফ্রোজেন প্যাকেটে করোনার জীবাণুর অস্বিস্ত পাওয়া যায় তাহলে সেই সংস্থার ওপর চার বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তবে খাবারের প্যাকেটে কতটা পরিমাণে করোনার জীবাণু ছিল, সেগুলি জীবিত ছিল না মৃত তা নিয়ে মুখ খোলেনি চিন।  

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari