এলন মাস্ক বুধবার টুইটারের সদর দফতরে প্রবেশ করলেন হাতে সিংক নিয়ে।কিন্তু কেন এমন কান্ড . আসলে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল হাওয়ায় তিনি পুরোপুরি ডুবে গেছেন-সেটা বোঝাতেই এমন কান্ড তার
এলন মাস্ক বুধবার টুইটারের সদর দফতরে প্রবেশ করলেন হাতে সিংক নিয়ে। এবং সেকথা ফলাও করে ঘোষণাও করলেন তিনি টুইটার পোস্টের মাধ্যমে । কিন্তু কেন এমন কান্ড ? আসলে মার্কিন আদালতের নির্দেশে পাওয়া সময়সীমার আগেই ৪৪ বিলিয়নের একটি চুক্তি বন্ধ হওয়ার কারণেই তার এমন কান্ড। তিনি মূলত বোঝাতে চাইলেন যে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল হাওয়ায় তিনি পুরোপুরি ডুবে গেছেন। এই ভিডিও পোস্টের পর তিনি নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করে রাখলেন " চিফ টুইট " .
টাউটারে পোস্ট করা এই ভিডিওটিতে তিনি লিখেছিলেন " টুইটার সদর দপ্তরে প্রবেশ করছি - তাই সিঙ্কটাকেও সঙ্গে আনলাম।আগামী শুক্রবার টুইটার প্রাইভেট নেওয়ার যে চুক্তি তিনি সাক্ষর করেছিলেন কিছুদিন আগে তার সময়সীমার শেষ দিন। যদিও অধিগ্রহণ সম্পূর্ণ হবার কোনো প্রমান নেই ভিডিওতে তাও এই চুক্তি সাক্ষর করে যে তিনি বেশ ভালোরকমই ডুবেছেন সেটা বেশ বোঝা গেছে তার ভিডিও দেখে।
ইলন মাস্ক এপ্রিল মাসে টুইটার কিনতে সম্মত হন, কিন্তু জুলাই মাসে, তিনি বলেন যে তিনি জাল এবং স্প্যাম বট অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে উদ্বেগের কারণে চুক্তিটি বাতিল করতে চাইছেন । কিন্তু সংস্থাটি চুক্তি প্রত্যাখানের এই কথা শুনে যান বেজায় চোটে। চুক্তিটি সাক্ষর করতে বাধ্য করার জন্য বিলিয়নেয়ারের বিরুদ্ধে সংস্থাটি মামলা করে আদালতে।
এরপর মাস্ক ৫৪.২০ বিলিয়ন শেয়ারে টুইটার কিনতে রাজি হওয়ার পরে আদালত উভয় পক্ষকে ২৮ শে অক্টোবর পর্যন্ত সময় দেন চুক্তিপক্রিয়ার বিভিন্ন কাগজপত্র পুনরায় তৈরী করার জন্য । কিন্তু উভয় পক্ষই ঠিক সময় মতো কাগজপত্র তৈরী করতে ব্যর্থ হলে আদালত রায় দেয় যে বিচারটি নভেম্বরে হবে।তার আগেই মাক্সের এমন কাণ্ডে হেসে খুন নেটিজেনমহল
আরও পড়ুন...
সলমন রুশদির একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, অকেজো একটি হাতও- জানিয়েছে এজেন্ট
ঘূর্ণিঝড় সিতরাং বাংলাদেশে প্রাণ কাড়ল ১৬ জনের, বৃষ্টিতে সর্বনাশ হচ্ছে চাষের
ঋষি সুনক কি এবার ভারকে ফিরিয়ে দেবেন কোহিনূর হীরা? জল্পনায় শুরু নেটনাগরিকদের মধ্যে