গল্পে নয়, বাস্তবে গরু উঠল বাইকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published : May 28, 2019, 01:37 PM ISTUpdated : May 28, 2019, 02:51 PM IST
গল্পে নয়, বাস্তবে গরু উঠল বাইকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

বাস্তবে গরু উঠল বাইকে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় গরুটি কোনওরকম সমস্যা না করে দিব্যি বসে রয়েছে বাইকের সামনে

বর্তমানের বঙ্গ রাজনীতিতে গরু-একটা বিরাট ভুমিকা পালন করছে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় কতই না মজার মজার ভিডিও ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে নেটিজেনরা।

 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের এক ব্যক্তি বাইকের সামনে একটি গরুকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। আর গরুটিও তেমনি কোনওরকম সমস্যা না করে দিব্যি বসে রয়েছে বাইকের সামনে। এমন দৃশ্য ভাইরাল হতেই নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল। যে প্রত্যক্ষদর্শীর এই ভিডিওটি করেছেন, সেই ব্যক্তিকে পাশ থেকে বলতে শোনা গেল, এই ধরনের কীর্তি কেবলমাত্র পাকিস্তানীদের দ্বারাই সম্ভব। 

টুইটার আর ফেসবুকে ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে নিয়েছে এই ভিডিও। তবে বাইকে করে এইভাবে গরু বয়ে নিয়ে যাওয়ার বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন। অনেকের কথায়, এইভাবে বাইকে করে গরু নিয়ে যাওয়া একেবারেই নিরাপদ নয়। অনেকের কথায়, এটা বেআইনিও বটে। অনেকে আবার লেখেন, পাকিস্তানে সবই সম্ভব।

PREV
click me!

Recommended Stories

ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ
LIVE NEWS UPDATE: ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ