করোনায় মৃত বোনের মরদেহর সঙ্গে একঘরে আটকে দাদা, কাতর আর্তি ফেসবুক লাইভে

  • করোনা আক্রান্ত্র হয়ে মৃত্যু হয়েছে বোন টেরেসার
  • মৃত বোনের শেষকৃত্য করার অবস্থা নেই দাদা লুকার
  • করোনা আক্রান্তে প্রায় শ্মশানপুরি তে পরিনত হয়েছে গোটা এলাকা
  • বাসিন্দারা প্রত্যেকেই ঘরবন্দী

ঘটনাটি ঘটেছে ইতালিতে। করোনা আক্রান্ত্র হয়ে মৃত্যু হয়েছে বোন টেরেসার। দেশের পরিস্থিতি এতটাই খারাপ, যে করোনা আক্রান্তে মৃত বোনের শেষকৃত্য করার অবস্থা নেই। তাই বোনের শেষকৃত্য করার আর্তি জানিয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙ্গে পড়ল দাদা লুকা। জানা গিয়েছে, ইতালির নেপলসের বাসিন্দা এই পরিবার। বর্তমানে করোনা আক্রান্তে প্রায় শ্মশানপুরি তে পরিনত হয়েছে গোটা এলাকা। বাসিন্দারা প্রত্যেকেই ঘরবন্দী। কারণ এই এলাকায় দ্রুত মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন- করোনা আতঙ্কের জেড়, ট্রেনের এসি কোচে কম্বল দেওয়া বন্ধ করল রেল

Latest Videos

এমন এক দুর্বিসহ অবস্থায় বোনের মৃতদেহ আগলে কাতর আর্তি দাদার। বাড়ির বাইরে বেরোতে পারছেন না তিনি। ফলে বোনের শেষকৃত্য করার জো নেই। হেল্পলাইনে ফোন করেও কোনও সাহায্য পাননি তিনি। কারণ মারণ ভাইরাসের জেরে আপাতত সে দেশে বন্ধ রাখা হয়েছে সমস্ত পরিষেবা। তাই কোনও সুরাহা না পেয়ে ফেসবুকে কাতর আর্তি। ভিডিওতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে খাটের উপরে পড়ে রয়েছে বোন টেরেসার মৃতদেহ।  লুকা নিজেও করোনা আক্রান্ত সেই কারণে নিজেও তিনি রয়েছেন আইসোলেশনে। 

আরও পড়ুন- করোনার তথ্য গোপন করে বিপাকে মহিলা, এফআইআর দায়ের আগ্রায়

এই ফেসবুক লাইভের ফলে তিনি বোনের মৃত্যু ও দেশের পরিস্থিতির কথাও জানিয়েছেন। আর এর ফলে লাইভের ৩৬ ঘন্টা পরেই বোন টেরেসার মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফ থেকে। তবে বোনের মৃতদেহ নিয়ে কি করা হয়েছে তা কিছুই জানেন না লুকা। কারণ করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি নিজে গৃহবন্দী। এই মুহূর্তে ইতালিতে প্রায় ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৮০০ মানুষের।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari