উত্তর-পূর্বের সফর বাতিল করুন, নাগরিকদের সচেতন করল আমেরিকা-কানাডা

 

  • উত্তর-পূর্ব ভারতে সফর নিয়ে সতর্কতা
  • নাগরিকদের সতর্ক করল একাধিক দেশ
  • আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ সতর্ক করল
  • প্রয়োজন ছাড়া সফর বাতিলের পরামর্শ

Asianet News Bangla | Published : Dec 15, 2019 7:38 AM IST / Updated: Dec 15 2019, 01:09 PM IST

নাগরিকত্ব আইন নিয়ে বেশ কয়েকদিন হল হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্ব ভারত। এই পরিস্থিতিতে নাগরিকদের অসম সহ উত্তর-পূর্বের বাদবাকি রাজ্যে ঘুড়তে যাওয়ার ব্যাপারে সতর্ক করল আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডা সরকার। 

এর আগে উত্তর-পূর্বে ভ্রমণের ব্যাপারে একই রকম সতর্কতা জারি করে ব্রিটিশ যুক্তরাজ্য। একই পথে এগিয়েছে ফ্রান্স, ইজরায়েলও। 

খুব প্রয়োজন ছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সফর এড়িয়ে চলুন। এই বিষয়ে ইতিমধ্যে নাগরিকদের সর্তক করেছে কানাডা প্রশাসন। নাগরিকত্ব আইন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। বিক্ষোভের মূল কেন্দ্র অসমে ইতিমধ্যে সাময়িক ভাবে সরকারি সফর স্থগতি রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে মার্কিন নাগরিকদের।

উত্তর-পূর্বের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেনও। জরুরি প্রয়োজন ছাড়া মণিপুরের একাধিক জায়গায় সতর্কা জারি করেছে ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। উত্তরপূর্ব ছাড়াও কাশ্মীর সফর নিয়েও নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন। 

Share this article
click me!