অবৈধ ভাবে ব্রিটেনে ঢোকার চেষ্টা, রেফ্রিজারেটর থেকে উদ্ধার জীবিত ২৫ অভিবাসী

  • ফের অবৈধ ভাবে ব্রিটেনে পারির চেষ্টা
  • রেফ্রিজারেটর ট্রাকের ভিতর আশ্রয়
  • সন্দেহ হওয়ায় তল্লাশি ডাচ পুলিশের
  • উদ্ধার করা হয় ২৫ জন  অভিবাসীকে

অভিবাসী সমস্যায় জর্জরির গোটা ইউরোপ। প্রতিদিনই এশিয়া ও আফ্রিকা থেকে বহু মানুষ একটু আশ্রয়ের খোঁজে বেআইনি ভাবের পারি জমাচ্ছে উইরোপে। এভাবেই অবৈধ ভাবে ব্রিটেনে ঢোকার চেষ্টা করছিলেন ২৫ জন অভিবাসী। সেকারণে একটি রেফ্রিজারেটরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হল না। মাঝপথেই ধরা পড়ল অভিবাসীর দলটি।

একটি বড় নৌকায় করে নেদারল্যান্ড থেকে ব্রিটিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অভিবাসী দলটি। কিন্তু সন্দেহ হওয়াতে ডাচ প্রশাসন নৌকাটিকে ফিরে আসতে বলে। ডাক বন্দর ভ্লারডিনঙিনে নোঙর করে নৌকাটি। সেখানে একটি বড় আকারের রেফ্রিজারেটরের মধ্যে দিকে উদ্ধার করা হয় অভিবাসী দলটিকে।

Latest Videos

উদ্ধার হওয়া ২৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৩ জনকে মেডিক্যাল চেকআপের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এরা অধিকাংশই বয়সে তরুণ। 

গত ২৩ অক্টোবর ব্রিটেনের সাসেক্সে একটি লরি থেকে ৩৯টি মরদহে উদ্ধার করা হয়। মৃতরা সকলেই ভিয়েতনামের বাসিন্দা বলে জানা যায়। অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে তারাও রেফ্রিজারেটর ট্রাকের সাহায্য নিয়েছিলেন, কিন্তু দম আটকেই মৃত্যু ঘটে তাদের। 


 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia