ইমরান খানের ভাষণে ভারতীয় সাংবাদিকের কথা, উঠে এল কাশ্মীর প্রসঙ্গও

ইমরান খানের ভাষণে কাশ্মীর থেকে নরেন্দ্র মোদীর প্রসঙ্গ। ভারতের বিদেশ নীতির প্রশংসা করলেন তিনি। বললেন পাকিস্তানের জন্য স্বাধীন বিদেশনীতি চালু করতে চেয়েছিলেন। 

ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভারতীয় সাংবাদিকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতীয় সাংবাদিক বরখা দত্ত তাঁর বইয়ে লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেপালে গোপনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। নওয়াজ শরিফ পাকিস্তানের সেনাদের হাত থেকে বাঁচতে নেপালে চলে গিয়েছিলেন। নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ শরিফ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে অন্যতম দাবিদার। 

নওয়াজ শরিফের কথা বলতে গিয়ে ইমরান বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের দেশের সেনার হাত থেকে বাঁচতে বিজেশের আশ্রয় নিচ্ছেন- এটা খুবই হতাশাজনক ঘটনা। তিনি বলেন তাঁর সঙ্গে যদি এমন হত তাহলে তিনি সেনা বাহিনীর সঙ্গে সরাসরি বসে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজতেন।

Latest Videos


জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন তিনি একটি স্বাধীন বিদেশনীতি চালু করতে চেয়েছিলিন। কিন্তু তার মানে এই নয় যে তিনি ভারত বিরোধী। কাশ্মীর থেকে যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল তিনি তখন প্রবলভাবে তার বিরোধিতা করেছিলেন। আন্তর্জাতিক স্তরে গিয়ে বিরোধিতা করেছিলেন। কিন্তু তারপরেও তিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চেয়েছিল। কথা প্রসঙ্গে ইমরান খান বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু তারপরেও ভারত মার্কিন নিষেধাজ্ঞার সামনে দাঁড়িয়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করেছে। তিনি বলেন ভারতের বিদেশনীতি শুধুমাত্র ভারতীয়দের জন্য। তেমনই একটি বিদেশনীতি তিনি পাকিস্তানের জন্য চালু করতে চেয়েছিলেন। কিন্তু তা মেনে নেওয়া হয়নি। 

পাকিস্তানে ইমরান তাঁর সরকারের পতনের জন্য বিদেশী রাষ্ট্রগুলির ষড়যন্ত্রকেই দায়ি করেছেন। তিনি বলেছেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকুন এটা নাকি দেশের ও বিদেশের অনেকেই চায় না। ইমরান এদিন জানিয়ে দেন তিনি ক্রিকেটার ছিলেন। দীর্ঘ দিন ক্রিকেট খেলেছেন। তাই শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। আগে কিছুতেই হার মানবেন না। সংসদে ফ্লোরটেস্টে হেরে যাওয়ার পরই তিনি পদত্য়াগ করবেন। বিরোধীদের দাবি মেনে আগে সরে দাঁড়াবেন না। 

শনিবার থেকে কোভিড বিধির 'ছুটি', এই রাজ্যে বিদায় ঘণ্টা বেজে গেল মাস্কেরও

'সামনে থেকে লড়াই করব', জাতির উদ্দেশ্যে ভাষণে আমেরিকা ও ভারতকে একহাত নিলেন ইমরান

এই বিশেষ ফল ছাড়া ভাঙা যায় না রমজানের উপবাস, তার কারণ জানলে অবাক হবেন আপনিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র