এভারেস্টের কোলে মডেলদের ঢল, ফ্যাশন শো-তে চুরমার গিনেস রেকর্ড

Published : Jan 31, 2020, 12:32 PM ISTUpdated : Jan 31, 2020, 01:15 PM IST
এভারেস্টের কোলে মডেলদের ঢল, ফ্যাশন শো-তে চুরমার গিনেস রেকর্ড

সংক্ষিপ্ত

গিনেস বুকে নাম তুলল নেপাল বিশ্বের সর্বোচ্চ র‍্যাম্প এভারেস্টের কোলে মডেলের ঢল মুহূর্তে ছড়িয়ে পড়ল ছবি

র‍্যাম্প-এর সংজ্ঞা বহু। ফ্যাশন দুনিয়া প্রতি মুহূর্তে বদলে চলেছে নিজের ছন্দে। প্রতিটি পদেই এক নতুননত্বের ছাপ। কখনও পোশাক নির্বাচনে, কখনও আবার তা উপস্থাপনার ক্ষেত্রে। মডেলিং-এর কাজ দিন দিন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। জলের তলায় র‍্যাম্প, কখনও আবার মধ্য গগণে ল্যাডারের ওপর। পশু পাখি কিছুই বাদ পড়ে না তালিকা থেকে। 

আরও পড়ুনঃ করোনার কবলে ৯৬৯২, বিশ্ব জুড়ে জরুরী অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এবার সেই ফ্যাশন দুনিয়ায় র‍্যাম্প-কে নয়া মোড় দিল নেপাল। র‍্যাম্প স্টেজে এবার বাজিমাত করল নেপাল। শীতের মধ্যে পাহাড়ের কোলে সম্প্রতি ফ্যাশন শো আয়োজিত হয়েছিল পাহাড় বক্ষে। এই র‍্যাম্প-এর নাম ছিল মাউন্ট এভারেস্ট ফ্যাশন রানওয়ে। আরবি ডায়মন্ড ও কাসা স্টাইল প্রযোজিত এই ফ্যাশন শো এবার বিশ্বের দরবারে নতুন রেকর্ড তৈরি করল।

 

 

নেপাল পর্যটন সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই ফ্যাশন শো। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় র‍্যাম্প-এর পেছনে বরফাবৃত্ত পর্বতমালা। ২৬ জানুয়ারি এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। সমুদ্রতট থেকে যাঁর উচ্চতা ছিল ৫,৩৪০ মিটার। এভারেস্ট বেস ক্যাম্পের কাছে হওয়া এই র‍্যাম্প এবার নাম তুলল গিনেস বুকে। বিশ্বের সর্বোচ্চ র‍্যাম্প-এর তখমা পেল নেপাল। 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার