অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব কতটা? নোবেল জয়ী ত্রয়ীয়ের গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

Published : Oct 10, 2022, 05:30 PM IST
অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব কতটা? নোবেল জয়ী ত্রয়ীয়ের গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

সংক্ষিপ্ত

আর্থিক মন্দা কাটাতে  বার্নানক, ডায়মন্ড ও ডিবভিগ -এর গবেষণা বহুলভাবে কাজে আসবে বলে সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় সমাজের নানা গুরুতর ও দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের ঝুঁকিও এই ত্রয়ীয়ের গবেষণার সাহায্যে কমবে বলে দাবি।

চলতি বছরে অর্থনীতিতে নোবেল পেলেন তিন আমেরিকান গবেষক। সোমবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তিন অর্থনীতি বিদের নাম ঘোষণা করা হল। এবছর অর্থনীতিতে নোবেল প্রাপকদের তালিকায় নাম রয়েছে বেন এস বার্নানক, ডগলাস ডব্লু ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ। এই তিনজনই আমেরিকান নাগরিক। 

আর্থিক মন্দা কাটাতে  বার্নানক, ডায়মন্ড ও ডিবভিগ -এর গবেষণা বহুলভাবে কাজে আসবে বলে সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় সমাজের নানা গুরুতর ও দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের ঝুঁকিও এই ত্রয়ীয়ের গবেষণার সাহায্যে কমবে বলে দাবি। এই ত্রয়ীয়ের গবেষণায় অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব ও ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়লে তা সমাজের তথা অর্থনীতির জন্য কটা ভয়াবহ হতে পারে তা মানুষের সামনে আরও ভালো করে ফুটে উঠবে। 

এই ত্রয়ীয়ের একজন গবেষক বেন এস বার্নানক ফেডারাল ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। ইউনিভারসিটি অব শিকাগো বোথ স্কুল অব বিজনেসের অধ্যাপক ছিলেন ডগলাস। অপরদিকে ফিলিপ ডিবভিগ ছিলেন অলিন বিজনেস স্কুল অফ ওয়াশিংটন ইউনিভারসিটির ব্যাঙ্কিং ও ফাইন্যান্সের অধ্যাপক।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন