
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী বোমা হামলা। শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টির কর্মীদের ওপর এই হামলা হয়। এদিন কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা সর্দার আখতার মেঙ্গলের একটি রাজনৈতিক সমাবেশ ছিল। মেঙ্গলের কনভয় লক্ষ্য করেই হামলা চালায় এক আত্মঘাতী বোমারু। সমাবেশে উপস্থিত হয়ে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় ওই আত্মঘাতী জঙ্গি।
জানা গিয়েছে, ঘটনায় অন্তত ১১ জন এই হামলায় নিহত হয়েছে বলে খবর। অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
এর আগেও চলতি বছরে মার্চ মাসে বিদ্রোহীদের হানা হয় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। সে বার যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করে প্রায় ১০০ জনকে পণবন্দি করেছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ। সে সময় পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছিল, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার দখল করেছিল বিদ্রোহীরা। পাক রেল দফতরে আধিকারিক মহম্মদ কাশফ জানিয়েছিল, নটি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০০ জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা ছ-জন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছিলেন। বিএলএ-র তরফে দাবি করা হয়েছিল, ১০০ জন যাত্রী তাদের হাতে পণবন্দি ছিল সে সময়।
এবার ফের খবর বালুচিস্তান। সেখান হল জঙ্গিহামলা। কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা সর্দার আখতার মেঙ্গলের একটি রাজনৈতিক সমাবেশ ছিল। মেঙ্গলের কনভয় লক্ষ্য করেই হামলা চালায় এক আত্মঘাতী বোমারু। এই জঙ্গি হামলায় ১১ জনের মৃত্যুর খবর এসেছে। তেমনই আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। এই জঙ্গি হামলার কারণে ফের খবরে এল বালোচিস্তান। তবে, এই প্রথম নয়। আগেও এমন জঙ্গি হামলা হয়েছে সেখানে।