
ফের খবরে বালোচিস্তান। এবার উল্টে গেল ট্রেনের ৬টি কামরা। জানা গিয়েছে, পাকিস্তানের বালোচিস্তানের জাফর এক্সপ্রেসে হামলা। মঙ্গলবার বিস্ফোরণে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ৬টি কামরা। প্রকাশ্যে এল এমনই খবর। মঙ্গলবার এই ঘটনা ঘটে মাস্তুং জেলার দাশ্ত এলাকায়। খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকাজ। তবে, কীভাবে এবং কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে IED বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। শুরু হয়ে গিয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায়ার থেকে কোয়েটা যাচ্ছিল জাফর এক্সপ্রেস। রেল লাইনের একদম পাশেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ফাটল ধরে লাইনে। উল্টে যায় ছয়টি কামরা। খবর পাওয়া মাত্র কোয়েটা থেকে অ্যাম্বুলেন্স আছে। এসে পৌঁছায় উদ্ধারকারী দল। ঘটনা. চারিদিকে শুরু হয়েছে আতঙ্ক।
এদিকে আরও জানা গিয়েছিল যে, এই ঘটনায় মারাত্মক ক্ষতি হয় তিনটি কামরায়। কামরা থেকে বের করে আনা হয় মহিলা ও শিশুদের। তবে, আপাতত কোনও হতাহতের খবর নেই। তবে, এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এমন ঘটনার ফের ভয় তৈরি হয়েছে স্থানীয়দের মনে।
তবে, এই প্রথম নয়। বারে বারে খবরে আসে এই জাফর এক্সপ্রেস। জানা গিয়েথছে, গত জুন মাসে লাইচ্যুত হয়েছিল জাফার এক্সপ্রেসের ৬টি । তারপর মার্চ মাসে হাইজ্যাক হয়েছিল ট্রেনটি। এবার ফের খবরে এই এক্সপ্রেস। এবার ফের একবার ঘটল একই ঘটনা।
প্রসঙ্গত, জাফার এক্সপ্রেস একটি ডেইলি প্যাসেঞ্জার ট্রেন। যা পাকিস্তান রেলওয়ে বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মাঝে ট্রেন চলাচল করে। চলতি মাসে ফের ঘটল ভয়াবহ ঘটনা। যা স্থানীয়দের মনে তৈরি করেছে আতঙ্ক। তবে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনে স্পষ্ট নয়। এদিকে চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার