Pakistan News: এই বিষয়ে পাক সংবাদ মাধ্যম 'The Don'-এর প্রকাশিত খবর থেকে আরও জানা গিয়েছে যে, পাকিস্তানে ইসলামকে অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। আর ধর্ম সংক্রান্ত অবমাননা মামলাতে ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছে Rawalpindi Court
Pakistan News: পাকিস্তান যেখানে নিত্যনতুন বিতর্ক সেখানে (Pakistan)। এবার ধর্ম অবমাননার অভিযোগে সে দেশে পাঁচজনকে ঝুলতে হল ফাঁসিকাঠে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাওয়ালপিণ্ডিতে। জানা গিয়েছে, ইসলাম (Islam Relegion) ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের রাওয়ালপিণ্ডির ( Rawalpindi Court of Pakistan) আদালত মোট পাঁচজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার কথা ঘোষণা করেছে।
এই বিষয়ে পাক সংবাদ মাধ্যম 'The Don'-এর প্রকাশিত খবর থেকে আরও জানা গিয়েছে যে, পাকিস্তানে ইসলামকে অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। আর ধর্ম সংক্রান্ত অবমাননা মামলাতে ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছে Rawalpindi Court।
জানা গিয়েছে, একই সঙ্গে ফাঁসির সাজাপ্রাপ্ত পাঁচজন দোষীদের আরও ১০০ বছর জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
পাকিস্তানে ধর্ম অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর এই ধরনের অভিযোগ চাপিয়ে দিয়ে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই ঘটনা পাকিস্তানে (Pakistan News) নতুন নয়। জানা গিয়েছে, যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা, সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য শেয়ারের প্রমাণ পেয়েছে পাক সরকার। আর তারপরই এই কঠোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এই বিষয়ে পাক তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ওই পাঁচজনকে অপরাধীকে ধর্ম অবমাননার দোষে দোষী সাব্যস্ত করে আদালত। তবে এই প্রথম নয়, এর আগেও রাওয়ালপিণ্ডির ওই আদালত ধর্ম অবমাননার অভিযোগে আরও চারজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছিলো।
সূত্রের খবর, পাক দণ্ডবিধির ১০৯ ধারা (প্ররোচনামূলক কর্মকাণ্ড), ২৯৫এ (ধর্মীয় বিশ্বাসকে অবমাননা), ২৯৫বি (ধর্মীয় পবিত্র গ্রন্থকে অবমাননা) সহ একাধিক ধারায় ওই পাঁচজনকে অভিযুক্ত প্রমাণিত করে তাঁদের সাজা দিয়েছে আদালত। আরও জানা গিয়েছে, ধর্ম অবমাননা পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ। এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে যে- ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তকে আদালত পর্যন্তই যেতে দেওয়া হয়নি। রাস্তাতেই গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছে পাক জনগণ। এমন উদাহরণও রয়েছে প্রচুর!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।