Pakistan on India Issues: ভারতের পাল্টা চাল পাকিস্তানের! দেশে-দেশে শান্তির বার্তা দিতে ভুট্টোকে পাঠাচ্ছেন শাহবাজ

Published : May 18, 2025, 09:28 AM IST
Shehbaz Sharif

সংক্ষিপ্ত

Pakistan News: ভারতের বিরুদ্ধে অভিযানে সেই ভারতকেই নকল! এবার ভারত সরকারের দেখাদেখি পাল্টা বিদেশ সফরে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান। জানুন বিশদে…    

Pakistan News: ভারতের পর এবার আসরে নামল পাকিস্তান (Pakistan)। ভারত সরকারের অপারেশন সিঁদুরের পর এবার পাকিস্তানের তরফেও দেশে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে শাহবাজ সরকার। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিষয়ে দেশের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকে এই দায়িত্ব দিয়েছেন। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিলাবল।

বিশ্বের দরবারে পাকিস্তানের সন্ত্রাসবাদেদ মদত নিয়ে সব দেশকে জানাতে শনিবারই কেন্দ্রের তরফে বিরোধী দলের সাংসদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের ওই কমিটি আগামী ২১ থেকে ২৩ মে-র মধ্যে বিদেশ সফরে যাবে। সফরকালে তুলে ধরা হবে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ভাবমূর্তি, মদতের কথা। আর এবার তারই পাল্টা হিসেবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পাল্টা বিদেশে প্রতিনিধি পাঠাচ্ছে শাহবাজ (Shehbaz) সরকার।

বিভিন্ন পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সরকারের এই প্রতিনিধি দল বিদেশ সফরের উদ্দেশে রওনা দেবে। এবং এই প্রতিনিধি দলের প্রধান দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। যিনি গোটা বিষয়টি পরিচালনা করবেন। কারণ, এই সফরের কথা জানিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে গোটা বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিলাবল ভুট্টো। সেখানে তিনি লেখেন, ''প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ একটু আগে আমাকে ফোন করেছিলেন। তিনি পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধিদল। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর।''

অন্যদিকে, অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে এই মাসের শেষের দিকেই সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলিতে সফর করবে। সর্বদলীয় বৈঠকে তেমনই সিদ্ধান্ত হয়েছে। তবে এই তালিকা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। কারণ অনেকেই বলছেন কংগ্রেসের প্রতিনিধি হয়ে বিদেশে যাবেন শশী থারুর। কিন্তু কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে শতাব্দী প্রাচীন দলটি কাদের কাদের পাঠাতে চায় তাও জানিয়ে দিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শনিবার জানিয়েছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য বিদেশে প্রতিনিধি দল পাঠাতে ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) সরকারের কাছে চারজন সংসদ সদস্যের নাম জমা দিয়েছে।

এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে, রমেশ বলেন, "গতকাল সকালে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু কংগ্রেস সভাপতি এবং লোকসভায় বিরোধী দলনেতা'র সঙ্গে কথা বলেছেন। পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য বিদেশে প্রতিনিধি দল পাঠাতে INC'কে ৪ জন সংসদ সদস্যের নাম জমা দিতে বলা হয়েছিল।" তিনি আরও বলেন, "গতকাল দুপুরের মধ্যে, লোকসভায় বিরোধী দলনেতা সংসদ বিষয়ক মন্ত্রীকে INC'র পক্ষ থেকে নিম্নলিখিত নামগুলি জমা দিয়ে একটি চিঠি লিখেছেন: শ্রী আনন্দ শর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী; শ্রী গৌরব গোগোই, লোকসভায় INC'র উপনেতা; ডঃ সৈয়দ নাসির হুসেন, রাজ্যসভার সদস্য; এবং শ্রী রাজা ব্রার, লোকসভার সদস্য। অদ্ভুতভাবে, জয়রাম রমেশের তালিকায় তিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুরের নাম নেই, যা কংগ্রেস সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে জমা দিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া