মাত্র ২৩ মিনিটেই ঘুম ছুটে গিয়েছিল পাকিস্তানের, 'ভয়ঙ্কর' রাত বললেন পাক প্রাধানমন্ত্রী শাহবাজ শরিফ

Published : May 17, 2025, 11:11 AM IST
Shahbaz Sharif, Asim Munir

সংক্ষিপ্ত

Shahbaz Sharif: ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রাত আড়াইটের পর ফোন করেছিলেন আসিম মুনির। কী কী কথা হয়েছিল তাও জানিয়েছেন শরিফ। 

Shahbaz Sharif & Asim Munir: ভারতের অপারেশন সিঁদুরের পর রাত আড়াইটের সময়ই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। একটি অনুষ্ঠানে গিয়ে এমন দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেই সময় তাদের মধ্যে কী কথা হয়েছিল? তাও প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। রাখঢাক না করেই শেরিফ নাকি বলেছিলেন সেই রাত ছিল 'ভয়ঙ্কর'। তেমনই জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন।

গত ৬ ও ৭ মে-র মাঝ রাতে ভারত অপারেশন সিঁদুর করেছিল। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই ছিল অভিযান। ভারত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা হয় একের পর এক জঙ্গিঘাঁটি। ভারতের মাত্র ২৩ মিনিটের এই হামলায় তছনছ হয়ে যায় পকিস্তানের একের পর এক জঙ্গিঘাঁটি। মাত্র ২৩ মিনিটেই ঘুম উড়ে যায় শরিফ আর আসিম মুনিরের। শরিফ জানিয়েছেন রাত ২.৩০ মিনিটেই ফোন আসে আসিম মুনিরের। ভারতের হামলার কথা জানান সেনা প্রধান। সেই সময়ই মুনির কী বলেছিলেন তাও জানিয়েছেন প্রধানমমন্ত্রী। শরিফের কথা অনুযায়ী, মুনির বলেছিলেন, 'মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে পাকিস্তানের দিকে। আমাকেও পাল্টা হামলার অনুমতি দিন।' ফোনেই সেনা প্রধানমন্ত্রী পাল্টা হামলার অনুমতি দিয়েছিলেন বলেও দাাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।

ভোরের দিকে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ভারতের দিকে তাক করে একের পর এক মিসাইল ছোঁড়ে পাকিস্তান। কিন্তু ভারত সেই হামলা আকাশেই প্রতিহত করেছিল। ভারত জানিয়েছিল তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল। যদিও পাকিস্তান দাবি করেছে ভারত হামলা চালিয়েছিল তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। সেখানে প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শরিফ দ দাবি করেছেন, ভারতের এই হামলার পরই পাকিস্তান আবশ্যক আর পরিমিত জবাব দিয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’, যার অর্থ ‘শিসার তৈরি কঠিন কাঠামো’ বা ‘অভেদ্য দেওয়াল’।

যদিও বর্তমানে ভারত-পকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। আপাতত নিয়ন্ত্রণ রেখায় শান্তি বিরাজ করছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও উন্নতি হয়নি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া