ভিডিওটি দেখে আদতে হাসির কাণ্ড মনে হলেও, বিরোধী রাজনৈতিক মনোভাব আসলে শালীনতা-ভঙ্গের কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, তার ন্যক্কারজনক নিদর্শন পাকিস্তানের টিভি শো-এর এই ঘটনা।
লাইভ টিভি শো-এর বিতর্কে অংশ নিয়েছিলেন পাকিস্তানের দুই বিরোধী দলের নেতা। ভিডিও সম্প্রচার হতে থাকাকালীনই রাজনৈতিক মতানৈক্যের বিরোধ পৌঁছে যায় চরমে। কিন্তু, বাদানুবাদ বা বিতর্ক আর মৌখিক আলোচনায় থেমে থাকেনি, একেবারে হাতাহাতিতে পৌঁছে গেল হাজার হাজার দর্শকের চোখের সামনেই। পাকিস্তানের দুই রাজনৈতিক নেতার এই লজ্জাজনক আচরণের ভিডিও এখন সারা বিশ্ব জুড়ে ভাইরাল।
শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে বর্তমান প্রশাসক। একটি রাষ্ট্রীয় মামলায় গ্রেফতার করে ইমরানকে জেলবন্দিও করে ফেলা হয়েছে, যার জেরে PTI, অর্থাৎ ইমরান খানের দলের সমর্থকরা সারা দেশ জুড়ে বিক্ষোভ বিদ্রোহ করে চলেছেন। সম্প্রতি শাহবাজ শরীফের পক্ষ থেকে Pakistan Muslim League Nawaz (PML N) দলের নেতা আফনান উল্লাহ একটি বিতর্কে অংশ নিয়েছিলেন। তাঁর বিপরীতে তর্ক করছিলেন ইমরান খানের আইনজীবী শের আফজল।
পাশাপাশি বসেই দুই বিরোধী নেতার মধ্যে চলছিল রাজনৈতিক তর্ক-বিতর্ক। কিন্তু, শো চলাকালীন আচমকাই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েন আইনজীবী শের আফজল। তারপর নিজের বাঁ দিকে বসে থাকা আফনান উল্লাহকে কষিয়ে এক থাপ্পড় মেরে দেন তিনি। আফনান উল্লাহ-ও পালটা আক্রমণ করেন ইমরান খানের আইনজীবীকে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে দুজনের তুমুল হাতাহাতি আর অজস্র গালিবর্ষণ চলতে থাকে। টিভি চ্যানেলের কর্মীরা দৌড়ে এসে সেই মারামারি সামাল দেন। কিন্তু, সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দী হয়ে যায়, এবং সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে যেতেই হু হু করে ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে। ভিডিওটি দেখে আদতে হাসির কাণ্ড মনে হলেও, বিরোধী রাজনৈতিক মনোভাব আসলে শালীনতা-ভঙ্গের কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, তার ন্যক্কারজনক নিদর্শন পাকিস্তানের এই ঘটনা।