ঝিলমের ছাড়া জলে বন্যা পরিস্থিতি, এবার ডুববে পাকিস্তান!

Published : Apr 27, 2025, 11:21 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Pakistan Flood Alert: যেমন বলা তেমন কাজ। এবার ঝিলম নদীর জলে ভাসল পাকিস্তান। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হামলা। জানুন আরও…          

Pakistan Flood Alert: যেমন বলা তেমন কাজ। এবার ঝিলম নদীর জলে ভাসল পাকিস্তান। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারত-পাক আন্তর্জাতিক রাজনীতি। সময় যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। পর্যটকদের উপর জঙ্গি হামলায় আগেই সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। এবার ঝিলম থেকে জল ছাড়ল ভারত।

জানা গিয়েছে, শনিবার রাত থেকেই হঠাৎ করেই জল বাড়তে শুরু করেছে বিতস্তা নদীতে। যারফলে জলমগ্ন হয়ে পড়েছে পাক অধিকৃত কাশ্মীরেরে বিস্তীর্ণ অঞ্চল। ঝিলম নদীর ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ, চাকোটিতে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। রাতারাতি এভাবে আগাম কোনও সতর্ক বার্তা না দিয়ে জল ছাড়ার ফলে সমস্যায় পড়েছেন ওই সব অঞ্চলের বাসিন্দারা।

 

 

সূত্রের খবর, হঠাৎ করে ঝিলম নদী থেকে জল ছাড়ার ফলে আতান্তরে পড়েছে পাকিস্তান। এভাবে না জানিয়ে ভারতের জল ছাড়ার ঘটনাকে জল সন্ত্রাস বলেও দাবি করেছে পাকিস্তান সরকার (Pakistan news)। হাট্টিয়ান প্রশাসনের তরফে তড়িঘড়ি ঝিলম নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, ''বিতস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি জল ছাড়ছে ভারত। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।'' শুধু তাই নয়, নদী তীরবর্তী অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের দূরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, অতিরিক্ত জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীরের কোহালা এবং ঢালকোটের মতো নিচু জায়গায় বন্যা পরিস্থিতির জন্য চাষের জমি এবং ফসলের ক্ষতি হয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া