পাক অধিকৃত কাশ্মীরে পুড়য়াদের প্রতিবাদ, নির্বিচারে গুলি চালাল অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর দল

Published : Nov 07, 2025, 10:55 AM IST
Gen Z protests against Pakistan government in Pakistan occupied Kashmir

সংক্ষিপ্ত

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইউনিভার্সিটি অব কাশ্মীরের পড়ুয়ারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতদিন আন্দোলন ছিল শান্তিপূর্ণ। প্রায় এক সপ্তাহ ধরেই চলছে পাকিস্তানের এই বিক্ষোভ। 

আবারও উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এবার রাস্তায় নামল পাক অধিকৃত কাশ্মীর বা PoK-র তরুণরা। যারা নিজেদের জেন-জেড হিসেবেই পরিচিত দিয়েছেন। প্রতিবাদীরা পাকিস্তান সরকারের শিক্ষা সংস্কারের বিরুদ্ধেই পথে নেমেছে। শিক্ষাক্ষেত্রে বর্ধিত ফি আর মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধেই শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। তবে বর্তমানে সেই বিক্ষোভ ধীরে ধীরে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হচ্ছে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের বিস্তৃর্ণ এলাকায়।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইউনিভার্সিটি অব কাশ্মীরের পড়ুয়ারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতদিন আন্দোলন ছিল শান্তিপূর্ণ। প্রায় এক সপ্তাহ ধরেই চলছে পাকিস্তানের এই বিক্ষোভ। চলতি মাসের গোড়ার দিকে শুরু হয়েছে প্রতিবাদ। তবে জানা যাচ্ছেন, একদল অজ্ঞাত বন্দুকধারী বিক্ষোভকারী ছাত্রদের ওপর গুলি চালিয়েছে। যাতে একজন আহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ আন্দোলনের বেশ কিছু ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মুজাফ্ফরবাদে একজন বিক্ষোভরকারী লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তাতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রতিবাদেনে বলা হয়েছে পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

কিন্তু এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তারা রাস্তায় টায়ার জালিয়ে প্রতিবাদ করেন। পাক সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে ২০২৪ সালেও সেখানের পড়ুয়ারা রাস্তায় নেমেছিল। সেমিস্টার ফি হিসেবে পড়ুয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার প্রতিবাদ জানিয়েছিল।

এবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে ইন্টারমিডিয়েটের পড়ুয়ারা। নতুন শিক্ষাবর্ষে ডিজিটাল অ্য়াসেসমেন্টের প্রতিবাদও জানিয়েছে আন্দোলনকারীরা। পড়ুয়াদের প্রশ্ন- নির্ধারিত সময়ের অনেক পরেই প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন এত দেরী। প্রত্যেক বিষয়ের জন্য কেন পড়ুয়াদের ১৫০০০ টাকা ফি দিতে হবে- সেই প্রশ্নও তুলেছে পড়ুারা। তবে শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, লাহোর-সহ একাধিক বড়বড় শহরে ছড়িয়ে পড়ছে এইজাতীয় আন্দোলন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত