India Pakistan Conflict: ভারতের বিরুদ্ধে হামলা চালাতে কোন কোন চিনা অস্ত্র ব্যবহার করল পাকিস্তান?

Published : May 09, 2025, 11:03 PM ISTUpdated : May 09, 2025, 11:31 PM IST
China sixth generation fighter Jets

সংক্ষিপ্ত

India Pakistan Conflict: ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পাকিস্তান একাধিক চিনা অস্ত্রের সাহায্য নিয়েছিল বলে জানা গেছে। 

India Pakistan Conflict: ভারতের বিরুদ্ধে হামলায় আবারও সামনে চলে এল পাক সেনার চিনের উপর নির্ভরতা। ‘অপারেশন সিঁদুর’ দেখে কাঁপতে থাকা পাকিস্তান, প্রতিশোধ নেওয়ার তাগিদে ভারতীয় ভূখণ্ডে এসে হামলা চালানোর পাশাপাশি প্রতি আক্রমণ থেকে বাঁচতে চিনা যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার করার উপরেই নির্ভর করেছিল বলে জানা যাচ্ছে (india pakistan latest)। 

জেনারেল আসিম মুনিরের বাহিনীর ভরসা তাহলে চিন? পহেলগাঁও হত্যাকাণ্ডের ঠিক ১৫ দিনের মাথায়, গত ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের মোট ৯টি জঙ্গিডেরায় ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ এক্সিকিউট করে। আর তারপরেই প্রতিশোধ নিতে হামলা শুরু করে পাক বাহিনী। মার্কিন এফ-১৬-এর পাশাপাশি চিনা যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ এবং ‘জে১০সি ভিগোরাস ড্রাগন’ ব্যবহার করেছিল তারা (operation sindoor press release)। 

চিনের চেংদু এয়ারক্র্যাফটস ইন্ডাস্ট্রিজ গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত চতুর্থ প্রজন্মের এই ‘মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট’ জেএফ-১৭-র আধুনিকতম সংস্করণ হল ‘ব্লক-৩’। যেটি ভারতে হামলা চালাতে পাক বায়ুসেনা ব্যবহার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফ থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

এমনকি, ভারতের রাফালের মোকাবিলা করতে পাকিস্তানের যুদ্ধবিমান জে-১০সি-ও শামিল হয়েছিল বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে 

একদল চিনের সরকারি সংবাদমাধ্যমও সেই দাবি করে বসেছে। অস্ত্র বহন এবং দূরপাল্লার উড়ানের ক্ষমতা থাকা রাফালের তুলনায় এগুলো অনেকটাই পিছিয়ে থাকলেও গতিবেগে এগিয়ে জে-১০সি। রাফাল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৯১২ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে। তবে জে-১০সি জেট বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৯৫ কিলোমিটার বেগে উড়তে পারে। 

বৃহস্পতিবার ভারতের অন্তত ১৫টি সেনাশিবিরে ড্রোন হামলা চালায় পাক সেনা 

সেই হামলাতে তারা তুরস্কে তৈরি ‘বখতিয়ার টিবি-২’, ‘টিএআই অন্কা এবং চিনের তৈরি  ‘সিএএসসি সিএইচ-৪ রেনবো’, ‘সিএআইজি উইং লুং-২’-এর মতো ড্রোন তারা ব্যবহার করেছিল বলে সেনা সূত্রে জানা গেছে। অন্যদিকে, পাক ড্রোন হামলার জবাবে বুধবার, লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত হানে ভারতীয় সেনা (india attack pakistan)। 

শুধু তাই নয়, মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি)-য় চিনের তৈরি ‘টাইপ ৬৩-১’ ৬০ এমএম মর্টার, ‘কিউএলজ়েড-৮৭’ স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার ব্যবহার করে পাকিস্তান এবং অসামরিক জনবসতিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি