India Pakistan News: সিন্ধু চাপে বেকায়দায় পড়ে মাথানত করল পাকিস্তান! হাফিজ-মাসুদকে প্রত্যর্পণ?

Published : Jul 06, 2025, 02:44 PM ISTUpdated : Jul 06, 2025, 03:01 PM IST
Hafiz Saeed and Masood Azhar

সংক্ষিপ্ত

India Pakistan News: বেজায় চাপে পড়েছে পাকিস্তান। সিন্ধু ইস্যুতে রীতিমতো বেকায়দায় তারা। এবার তাই অনেকটাই সুর নরম করল পড়শি দেশ। 

India Pakistan News: নাজেহাল পাকিস্তান! জল সংকটে অবস্থা রীতিমতো খারাপ তাদের। অবশেষে সন্ত্রাসবাদ ইস্যুতে এবার মাথানত করল তারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বললেন, লস্কর প্রধান হাফিজ সইদ এবং জইশ-এর প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান। 

যদিও সেক্ষেত্রে ভারতকে সহযোগিতা করতে হবে

আলজাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি বিলাওয়াল জানিয়েছেন, “পাকিস্তানের সঙ্গে আলোচনায়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। সুসম্পর্কের নিরিখে, লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকেও আমরা প্রত্যর্পণ করতে রাজি আছি। বর্তমানে হাফিজ সইদ সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৩৩ বছরের কারাদন্ডে দণ্ডিত রয়েছেন। সেইসঙ্গে, রাষ্ট্রসংঘ দ্বারা ঘোষিত জঙ্গি আজাহারকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত তাদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে। তবে সেক্ষেত্রে তাদের দোষী প্রমাণ করতে কিছু মৌলিক পন্থা অবলম্বন করতে অবশ্যও অস্বীকার করেছে ভারত।”

আর কী কী বললেন তিনি?

তিনি যোগ করেন, "যদি ভারত এই প্রক্রিয়ায় আমাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত থাকে, তাহলে তারা সেটা জানাক। সেক্ষেত্রে আমি নিশ্চিত যে, পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। সন্ত্রাসবাদ আসলে পাকিস্তান বা ভারত, কারও স্বার্থেই কাজ করে না। হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে, এই কথাটা আসলে ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন, আমরা ওকে গ্রেফতার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীতের সম্পর্ক মাথায় রেখে এটা বলতে পারি যে, আমাদের বিশ্বাস ও এখন আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে, ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে সহজেই গ্রেফতার করতে পারি। কিন্তু মুশকিল হল, ভারত সরকার তেমন কোনও তথ্য আমাদেরকে দিচ্ছে না।”

বিশেষজ্ঞরা কী বলছেন?

বিশেষজ্ঞরা মনে করছেন, সিন্ধুর জল আটকে দেওয়ার ফলে বেজায় বিপাকে পড়েছে পাকিস্তান। বারংবার ভারতের কাছে আবেদন জানানো হলেও, সেই কথায় কোনওরকম কর্ণপাত করেনি দিল্লী। তাই এবার বিপদ বুঝে জঙ্গি প্রত্যর্পণের বার্তা দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া