আসিম মুনির ধর্মান্ধ-মৌলবাদী, ভারতের বিরুদ্ধে যুদ্ধ চান, দাবি ইমরান খানের বোনের

Published : Dec 03, 2025, 08:05 PM ISTUpdated : Dec 03, 2025, 08:36 PM IST
Imran Khan Sister about Asim Muneer

সংক্ষিপ্ত

Imran Khan: পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন ঠিক কী অবস্থায় আছেন, তিনি আদৌ বেঁচে আছেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে পাক সেনাপ্রধানকে তীব্র আক্রমণ করলেন ইমরানের বোন।

DID YOU KNOW ?
এখনও জেলে ইমরান খান
জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তাঁর বোন। তিনি নিশ্চিত করেছেন, ইমরানকে খুনের খবর নেহাতই গুজব।

Imran Khan's sister Aleema Khan: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে (Pakistani Army Chief Asim Munir) তীব্র আক্রমণ করলেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান। তিনি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, পাক সেনাপ্রধান ধর্মান্ধ। তিনি ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ (India-Pakistan War) চাইছেন। ইমরানের বোনের আরও দাবি, তাঁর দাদা ভারত ও বিজেপি-র (BJP) সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইছিলেন। তিনি উদারপন্থী। কিন্তু পাকিস্তানের ইতিহাসে প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস (Chief of Defence Forces) হিসেবে দায়িত্ব পাওয়া মুনির গোঁড়া মুসলিম। ইমরান এখন আদিয়ালা জেলে (Adiala Jail) বন্দি। সেখানেই তাঁকে খুন করা হয়েছে বলে গুজব রটেছিল। এরই মধ্যে তাঁর বোনকে জেলে গিয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়। এরপরেই পাক সেনাপ্রধানকে আক্রমণ করলেন ইমরানের বোন।

ইমরানের বোনের বিস্ফোরক দাবি

মুনিরকে আক্রমণ করে আলিমা বলেছেন, ‘আসিম মুনির একজন ধর্মান্ধ ও মৌলবাদী। উনি গোঁড়া মুসলিম। এই কারণেই তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন। তিনি মৌলবাদী ও গোঁড়া হয়ে ওঠার ফলেই ইসলামে বিশ্বাস করে না এমন ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন।’

ইমরানের প্রশস্তি আলিমার

দাদা ইমরানের প্রশংসা করে আলিমা বলেছেন, ‘ইমরান খান একজন খাঁটি উদারপন্থী। ইমরান যখনই ক্ষমতায় আসেন, আপনারা দেখতে পাবেন, তিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চান। এমনকী, বিজেপি-র সঙ্গেও বন্ধুত্ব করতে চান তিনি। অন্যদিকে, ধর্মান্ধ ও মৌলবাদী মুসলিম আসিম মুনির ভারত ও ভারতের সঙ্গী দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করতে চান। ইমরান একজন সম্পদ। তাঁকে মুক্ত করার জন্য পশ্চিমী দুনিয়ার আরও চেষ্টা করা উচিত।’

মুনিরকে তোপ ইমরানেরও

ইমরানও মঙ্গলবার এক বিবৃতি জারি করে পাক সেনাপ্রধানকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, 'ইতিহাসে সবচেয়ে অত্যাচারী একনায়ক আসিম মুনির। তিনি মানসিকভাবে অস্থির। ওদের শুধু এখন আমাকে খুন করাই বাকি আছে।' ইমরানের সঙ্গে দেখা করার পর এই বিবৃতি প্রকাশ করেছেন তাঁর অপর এক বোন উজমা খানুম (Uzma Khanum)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন।
পাকিস্তানের ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোনের সংখ্যা ৩।
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত