Shahin missile: পাকিস্তানের শাহিন মিসাইল ঠিক কতটা শক্তিশালী জেনে নিন। এই মিসইল ভারত মাঝ আকাশেই উড়িয়ে দিয়েছিল। তবে স্পষ্ট পাকিস্তান পরমাণু যুদ্ধ শুরু করেছিল।
অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছিল। তারই পাল্টা ভারতকে তছনছ করতে পাকিস্তান পরমাণু মিসাইল ছুঁড়েছিল। তেমনই দাবি করেছে ওয়াকিবহাল মহল।
210
মাঝ আকাশেই স্তব্ধ
পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টম পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল ভারত। পকিস্তানের পরমাণু বহনকরী শাহিন মিসাইলও মাঝ আকাশেই থামিয়ে দিয়েছিল ভারত।
310
S-400 আটকে ছিল
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পাকিস্তানের শাহিন মিসাইল প্রতিহতকরেছিল। তেমনই দাবি করছে ভারতীয় সেনা বাহিনী। যদিও সেনাবাহিনীর তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি।
পাকিস্তানের এই শাহিন মিসাইলের চর্চা শুরু হয়েছে গোটা দেশজুড়ে। আসুন আজ জেনেনি এই শাহিন মিসাইল ঠিক কতটা শক্তিশালী।
510
শাহিন মিসাইল
এটি পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি আর্টিলারি রকেট। এটি মাঝরি পাল্লার ব্যালিস্টিক মিসাইল।
610
প্রথম মহড়া
২০১৫ সালের মার্চ মাসে এই ক্ষেপণাস্ত্রের প্রথম মহড়া করেছিল পাকিস্তান। অনেকেই দাবি করেছে শাহিন পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। এটি দেখতে নলাকার। এতে চারটি লম্বা কর্ড ক্লিপড ডেল্টা উইংস রয়েছে।
710
ইরানের এই অস্ত্র তৈরি করার কারণ
ইরান মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রথম ১৯৯২ সালে তৈরি করেছিল। ২০১০ সালে প্রথম এই মিসাইল প্রকাশ্যে আসে।
810
অন্য বৈশিষ্ট্য
এই মাসাইল মাটি থেকে আকাশে ছোঁড়া হয়। এটি মধ্য উচ্চতা আর মধ্য পাল্লার। এটি ৭০-১৫০ কিলোমিটার বেগে যায়। এটিকে সুপারসনিক বলেও দাবি করা হয়। এটিতে উন্নত লঞ্চার, ব়্যাডার। এটিতে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা রয়েছে।
910
ভারতের শক্তি
কিন্তু পাকিস্তানের এই মিসাইল মাঝ আকাশেই প্রতিহত করেছে ভারত। যদিও পাকিস্তান বা ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মিসাইল নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি।
1010
পাকিস্তানের মুখ পুড়েছে
আপারেশন সিঁদুরে ভারতের হামলায় পাকিস্তানের মুখ পুড়েছে বলা যেতেই পারে। কারণ ভারত পাকিস্তানের আক্রমণ মাঝ আকাশেই প্রতিহত করেছে। কিন্তু ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিয়েছিল।