পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং নানাভাবে মদত দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু সেটা করতে গিয়ে পাকিস্তানেরই বিপদ বাড়ছে। পাকিস্তানে বারবার হামলার ঘটনা দেখা যাচ্ছে।
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় ভয়াবহ হামলা। যাত্রীবাহী গাড়ি ঘিরে ধরে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজরা। এই হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৯ জন জখম হয়েছেন। বৃহস্পতিবার এই ভয়াবহ হামলার খবর জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যসচিব নাদিম আসলাম চৌধুরী। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই হামলায় হতাহতদের মধ্যে এক শিশু ও এক মহিলা আছে। এই হামলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায়স্বীকার করেনি। পাকিস্তানের কোনও বিদ্রোহী গোষ্ঠীও এই হামলা চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজাতি অধ্যুষিত অঞ্চলে হামলা
আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বিভিন্ন উপজাতির মানুষের বাস। অতীতে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে খাইবার পাখতুনখাওয়া। এবার এখানে বড়মাপের হামলার ঘটনা দেখা গেল। এই হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'যাত্রীবাহী গাড়ি দু'টি কনভয় যাচ্ছিল। একটি কনভয় যাত্রীদের নিয়ে পেশোয়ার থেকে পরাচিনারের দিকে যাচ্ছিল। অন্য কনভয়ে যাত্রীদের নিয়ে পরাচিনার থেকে পেশোয়ার যাওয়া হচ্ছিল। হঠাৎ বন্দুকবাজরা কনভয় ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।' এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পুলিশি প্রহরায় প্রতিটি কনভয়ে ৪০টির মতো গাড়ি ছিল।’
হামলাকারীদের খোঁজে তল্লাশি
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬ জন মহিলা, বেশ কয়েকজন শিশু, পুলিশ অফিসাররা আছেন। অন্তত ১০ জন বন্দুকবাজ হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তারা রাস্তার দু’পাশ থেকে গুলি চালাতে শুরু করে। এই হামলার পর যাত্রীবাহী গাড়িগুলিতে থাকা মহিলা ও শিশুরা স্থানীয় বাড়িগুলিতে আশ্রয় নেন। আমরা এখন হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা পোস্টে জঙ্গিরা! পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৭ সেনার মৃত্যু
বাতাসে ছড়াচ্ছে মৃত্যুদূত! শ্বাস নিতে পারছে না পাকিস্তান, এক মাসে অসুস্থ ১৮ লক্ষ
নিজের বন্ধু দেশগুলির কাছেই চরম অপমানিত পাকিস্তান, লজ্জায় মাথা হেঁট ইসলামাবাদের