Pakistan on Kashmir Issue: এক টেবিলে ভারত-পাকিস্তান? কাশ্মীর সমস্যা মেটাতে মোদীকে অনুরোধ শাহবাজের

Published : May 15, 2025, 02:22 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

India Pakistan Clash News: পহেলগাঁও ইস্যুতে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। এরই মধ্যে কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের…     

India Pakistan Clash News: ভারত-পাক সংঘাতের আবহে এবার কাশ্মীর সমস্যা নিয়ে সমস্যার সমাধানের জন্য এক টেবিলে বসতে ইচ্ছুক পাকিস্তান! পাক সংবাদ মাধ্যম 'ডন'-এ প্রকাশিত খবর থেকে এমনটাই জানা গিয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ ২৬ পর্যটকের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে তলানীতে দুই দেশের সম্পর্ক। ভারতের 'অপারেশন সিঁদুরে' (Operation Sindoor) বিধ্বস্ত পাকিস্তান। আর এরই মধ্যে এবার ভারত-পাক অস্থিরতার মধ্যে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) সমস্যা মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অনুরোধ জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার পাক সংবাদ মাধ্যম 'ডন' এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, পাকিস্তানের সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন শাহবাজ শরিফ (Shehbaz Sarif)। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে যে, ভারতের সঙ্গে সংঘাতে তাদের জয় হয়েছে। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়ে দিয়েছে, পাকিস্তানের এটা পুরনো অভ্যাস। হারলেও তারা নিজেদের ঢাক নিজেরাই পেটায়।

শাহবাজ শরিফ যদিও বুধবার পাসরুর ক্যান্টনমেন্টে গিয়ে নিজের পুরনো দাবিতে অনড় থেকেছেন। তিনি দাবি করেন, ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পরে তাঁরা যে 'অপারেশন বুনিয়ান-আন-মারসুস' করেছেন, তা সফল হয়েছে। সেই প্রসঙ্গেই তিনি কাশ্মীর বিষয়ে ভারতকে আলোচনায় বসার ডাক দিয়েছেন। ওই প্রতিবেদন অনুযায়ী, পাক প্রধানমন্ত্রী শাহবাজ প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে এদিন বলেন, ''চলুন, এই আগুন আমরা প্রশমিত করি। একসঙ্গে বসে কাশ্মীর এবং জল নিয়ে আলোচনা করি।'' যদিও পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

সূত্রের খবর, সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্টে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''আমরা আলোচনার জন্যও প্রস্তুত আবার যুদ্ধের জন্যও প্রস্তুত। জল আর রক্ত যেমন কখনও একসঙ্গে বইতে পারে না, তেমনই যুদ্ধ আর আলোচনা একসঙ্গে হতে পারে না। ভারত আমাদের জল বন্ধ করেছে। সিন্ধু চুক্তি স্থগিত করেছে। এটা কখনই সম্ভব নয়। আমরাও চাইলে ভারতের বড় বড় বাঁধ নষ্ট করে ফেলতে পারতাম। বগলিহার বাঁধও ধ্বংস করতে পারতাম।'' যদিও ভারতের অপারেশন সিঁদুরের পর ভাতর-পাক সীমান্তে একাধিকবার ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারতীয় সেনার সৌজন্যে পাকিস্তানের সেই আশা পূর্ণ হয়নি। তবে পাকিস্তান বারবার দাবি করেছে, তারা সফল!

অন্যদিকে, ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্ক তলানীতে ঠেকলেও কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সুষ্ঠ আলোচনায় চেয়েছেন বলে দবি করেছেন শাহবাজ শরিফ। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে চলা কাশ্মীর সমস্যা নিয়ে সমাধানের রাস্তা বের করার দাবি জানিয়ে কিছুদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতায় তিনি রাজি বলেও জানিয়ে ছিলেন ট্রাম্প (Donald Trump)। যদিও ভারত সরাসরি জদানিয়ে দেয়, এই বিষয়ে তারা কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নেবেন না। তারপর এই বিষয়ে আমেরিকার তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sarif)।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া