পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করে ১০০ জনকে পণবন্দি করল বালোচ বিদ্রোহীরা

Saborni Mitra   | ANI
Published : Mar 11, 2025, 05:54 PM IST
Pakistan crisis baloch separatists at Peshawar bound train Passengers taken hostage bsm

সংক্ষিপ্ত

Pakistan Train Hijak:পাকিস্তানে (Pakistan) ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের (Baloch separatists)। ১০০ জনকে পণবন্দি করে রেখেছে। ট্রেনে ছিল ৫০০ জন যাত্রী। 

Pakistan Train Hijak:মঙ্গলবার পকিস্তানের ((Pakistan))বালুচিস্তান প্রদেশে (Balochistan)একটি যাত্রীবাহী ট্রেন হ্যাইজ্যাক (train hijack ) করল বালোচ বিদ্রোহীরা (Baloch rebels)। নিরাপত্তার দায়েত্বে থাকা ৬ আধিকারিককে খুন করা হয়েছে। ৫০০ জন যাত্রী ছিল ট্রেনটিতে। কিন্তু প্রায় ১০০ জন যাত্রীকে পণবন্দি করেছে বালোচ বিদ্রোহীরা। বালোচ প্রদেশের সরকার স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেনের চালক গুরুতর আহত হয়েছে।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বালুচিস্তান। এই এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় বালোচ বিদ্রোহীরা। এদিন বালোচ বিদ্রোহীরা আচমকাই একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। ট্রেন লক্ষ্য করে গুলি করে। ট্রেনে ৫০০ জন যাত্রী ছিল। যাদের মধ্যে থেকে ১০০ জনকে পণবন্দি করা হয়েছে। যাদের মধ্যে পাকিস্তান সেনা বাহিনীর কর্তা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কর্মীরা রয়েছে বলেও অনুমান করা হচ্ছে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি পাকিস্তান প্রশাসন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের গুলিতে আহত হয়েছে ট্রেনের চালক-সহ কয়েকজন যাত্রী। হ্যাইজ্যাক হওয়া ট্রেনটি হল জাফর এক্সপ্রেস। ৯টি কোচ রয়েছে। ট্রেনটি সকাল ৯টায় কোয়েটা ছেড়ে যায়। ট্রেন হাইজ্যাকের কথা স্বীকার করে নিয়েছে বালুচিস্তানের লিরারেশন আর্মি।

বালুচিস্তানের লিবারেশন আর্মি একটি বিবৃতি জারি করে হামলার দায় স্বীকার করেছেন। বলেছে, 'জাফর এক্সপ্রেস হ্যাইজ্যাক করা হয়েছে পাকিস্তানে সেনা বাহিনী হামলা প্রতিহত করা হয়েছে। তীব্র সংঘর্ষের পর পাকিস্তান সেনা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। কিন্তু হেলিকপ্টার ও ড্রোনের সঙ্গে বিমান হামলা অব্যাহত রয়েছে।' বালোচ বিদ্রোহীরা আরও বলেছে, অবিলম্বে বিমান হামলা বন্ধ না হলে যে ১০০ জনকে পণবন্দি করা হয়েছে তাদের একে একে মেরে ফেলা হবে।

এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে বালুচিস্তানের স্থানীয় প্রশাসন। সরকারের মুখপাত্র শহিদ রিন্দ বলেন, পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি জাফর এক্সপ্রেসে তীব্র গুলি চালানোর খবর পাওয়া গেছে । সরকার আরও বলেছে, ৯টি কোচে ৫০০ যাত্রী ছিল। ট্রেনটি পেহরো কুনরি ও গাদালারের মধ্যেখানে ৮ নম্বর টানেলে হামলাকারীরা থামিয়ে দিয়েছে। যাত্রী ও কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ডন পত্রিকা জানিয়েছে, সিবি হাসপাতালে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে। অ্য়াম্বুলেন্স ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। বালুচিস্তান সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছে। বালোচ বিদ্রোহীদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে। রেলওয়ে যাত্রীদের উদ্ধারের জন্য রেল কর্তৃপক্ষ আরও ট্রেন পাঠাচ্ছে। বালুচিস্তান সরকার জরুরি অবস্থা জারি করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী
CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি