সিঁদুর অপারেশনে পাকিস্তানকে ঈশ্বর সাহায্য করেছিল, হেরে গিয়ে একী বলছেন আসিম মুনির

Published : Dec 22, 2025, 10:54 AM IST
Asim Munir

সংক্ষিপ্ত

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান 'ঐশ্বরিক সাহায্য' পেয়েছিল। ঘটনার প্রায় ৭ মাস পরে এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। সন্ত্রাসবাদের জন্য সতর্ক করেন।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান 'ঐশ্বরিক সাহায্য' পেয়েছিল। ঘটনার প্রায় ৭ মাস পরে এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি আফগানিস্তানের তেহরিকই -ই- তালিবান পাকিস্তান বা পাকিস্তানের মধ্যে কোনও একটিকে বেছে নেওয়ার কথা বলেন। পাশাপাশি আফগানিস্তানের তালিবান শাসকদের অনুপ্রবেশকারী ইস্যুতে সতর্ক করে দেন।

ভারত সম্পর্কে আসিম মুনির মন্তব্যঃ

এই মাসের শুরুকেই ইসলামাবাদে জাতীয় উলামা সম্মেলন হয়। সেখানেই রীতিমত সরব ছিলে আসিম মুনির। তিনি বলেছিলেন, 'ভারতের সঙ্গে মে মাসে চার দিনের সংঘাতের সময় পাকিস্তান ঐশ্বরিক সাহায্য পেয়েছিল এমনটাই আমরা অনুভব করেছি।' যদিও এই সংঘাতে পাকিস্তান ভারতীয় বাহিনীর কাছে রীতিমত পার্যুদস্ত হয়েছিল।

আফগানিস্তান সম্পর্কে আসিম মুনির মন্তব্য

মানির পাকিস্তান ও নবির দ্বারা ১৪০০ বছর আগে আরব অঞ্চল বর্তমানে সৌদি আরব প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে সাদৃশ্যের কথা তুলে ধরেন। পাকিস্তানের ফিল্ড মার্শাল বলেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে এবং তাদের মধ্যে, "ঈশ্বর আমাদের হারামাইন শরীফাইনের (মক্কা ও মদিনার উল্লেখ) রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন।"

একই সঙ্গে তিনি আফগানিস্তানকে সতর্ক করে দেন। তিনি বলেন,পাকিস্তানে সন্ত্রাস তৈরি করছে আফগানিস্তান। টিটিপি-র প্রায় ৭০ শতাংশই আফগানিস্তান থকে আসা মানুষ। আফগানিস্তান পাক শিশুদের রক্ত ঝরাচ্ছে বলেও অভিযোগ করেন মুনির। তিনি পাকিস্তানের হয়ে আফগানিস্তান শাসকদের সতর্ক করে দেন। তিনি পাকিস্তান আর টিটিপি-র মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে বলেও জানিয়ে দেন। সিডিএফ আরও বলেছে যে, রাষ্ট্র ছাড়া অন্য কেউ ইসলামী রাষ্ট্রে জিহাদের নির্দেশ দিতে পারে না। "কর্তৃপক্ষের আদেশ, অনুমতি এবং ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া জারি করতে পারে না," তিনি সম্মেলনে বলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সরকারি উপহার নিয়ে দুর্নীতির অভিযোগ! আরও বিপাকে ইমরান খান-বুশরা বিবি, বাড়ল জেল হেফাজতের মেয়াদ
গোটা বিশ্বের কাছে ফের মুখ পুড়ল পাকিস্তানের! ২৪০০০ ভিখারিকে দেশছাড়া করল সৌদি