
Pak Soldiers Death News: পাক-আফগান সীমান্তে ফের আত্মঘাতী হামলা। দুই দেশের সংঘর্ষ বিরতির মাঝেই আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন সাতজন পাক সৈন্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের আফগান সীমান্ত এলাকার খাইবার পাখতুনখোয়ায় উত্তর ওয়াজিরিস্তানে। সূত্রের খবর, ওই এলাকায় অবস্থিত পাক সেনা ক্যাম্পে এই আত্মঘাতী হামলা চালানো হয়। ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান সাতজন সেনা জওয়ান ও আহত অন্তত ১৩ জন সৈন্য।
সূত্রের খবর, উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে। সেনা ক্যাম্পের মূল দরজা সজোরে ধাক্কা দেয় গাড়িটি ব্যাপক বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জওয়ানের।
আহত হন আরও ১৩ জন। বিস্ফোরণের পর আরও ২ জঙ্গি ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করে। দীর্ঘক্ষণ দু-পক্ষের গুলির লড়াইয়ের পর দু-জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আত্মঘাতী এই জঙ্গি হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন স্বীকার না করলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান এই হামলার নেপথ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তীব্র সংঘর্ষ চলার সময় পাকিস্তানি সেনাবাহিনী হামলাকারী হেলিকপ্টার মোতায়েন করেছে। পাক সেনার তরফে এই হামলাটিকে উত্তর ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সময়ের মধ্যে জঙ্গিদের অন্যতম গুরুতর আক্রমণ বলে দাবি করেছে। স্থানীয় সংবাদ সূত্রগুলো জানিয়েছে যে, এলাকায় ভীষণ সংঘর্ষ অব্যাহত থাকায় পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণকারী (অ্যাটাক) হেলিকপ্টার মোতায়েন করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।