২৬ বছর বয়স পর্যন্ত আয়কর দিতে হবে না আয়কর, নয়া আইন প্রণয়নের পথে এদেশের সরকার

  • ২ বছর বয়স পর্যন্ত আয়কর মুকুব করবে এদেশের সরকার
  • সম্প্রতি সেদেশের সংসদে প্রস্তাব করা হয়েছে এমনই এক আইনের
  • আইনটি রূপায়িত হওয়ার দিকে নজর সকলের
Indrani Mukherjee | Published : Jul 5, 2019 1:05 PM IST / Updated: Jul 05 2019, 06:37 PM IST

পোলিশ আইন প্রণেতারা সেদেশের যুবক-যুবতীদের জন্য নিয়ে আসতে চলেছে এক নয়া আইন ব্যবস্থা। বয়স যদি হয় ২৬ বছরের নীচে তাহলে এই দেশের যুবক যুবতীদের কোনও আয়কর দিতে হবে না। 

সম্প্রতি সেদেশের সংসদে প্রস্তাব করা হয়েছে এমনই এক আইনের। সূত্রের খবর, সংসদের নিম্নকক্ষে অধিকাংশ সদস্যদের ভোট পেয়ে প্রস্তাবটি পাশও হয়ে গিয়েছে। এবার সেটি উচ্চকক্ষে অনুমোদন পাওয়ার অপেক্ষায়। আর উচ্চকক্ষের অনুমোদন পেলেই সেটি আইনে পরিণত হবে। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের ১ তারিখ থেকেই এই আইনটি আইনে পরিণত হবে। আরও বলা হচ্ছে এই প্রস্তাবটি আইনে পরিণত হলে এর থেকে সুবিধা পাবেন সেদেশের প্রায় দুই মিলিয়ন যুবক-যুবতী। তবে সেক্ষেত্রে তাঁদের বার্ষিক আয়ের পরিমাণ ৮৫,০০০ জাইলট তথা ২২,৫০০ মার্কিন ডলারের (ভারতীয় মূদ্রায় যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা) বেশি হবে না। 

Latest Videos

আর এই খবরের জেরে সেদেশে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এর অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে, পোলান্ড চাইছে তাঁদের দেশের কর্মঠ যুবক-যুবতীরা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলিতেও যাতে আরও ভাল বেতনের চাকরির সুযোগ পায়। 

প্রসঙ্গত,  ২০১৯-এর বাজেটে আয়করের হারে খানিকটা পরিবর্তন আশা করেছিল এদেশের সাধারণ মধ্যবিত্ত মানুষ। কিন্তু আয়করে সেই অর্থে কোনও পরিবর্তন না হওয়ায় কার্যত আশাহত হয়েছেন দেশের মধ্যবিত্ত সমাজ। তারই মধ্যে পোলান্ডের এই ঘটনা কার্যত সাড়া ফেলে দিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari