আবারও বন্দুকবাজের হামলার মুখোমুখি টেক্সাস, আহত কমপক্ষে ২১

  • ওডেসা থেকে ৩০০ মাইল দূরে হামলা চালায় বন্দুকবাজেরা
  • সূত্রের খবর অনুযায়ী আহতের সংখ্যা ৫
  • বন্ধ করে দেওয়া হয় টেক্সাস ইউনিভার্সিটির ক্যাম্পাসও 
  • পুলিশের আক্রমনে নিহত হন এক বন্দুকবাজও

আবারও বন্দুকবাজের হামলা টেক্সাসে। ওডেসা থেকে ৩০০ মাইল দূরে একটি এলাকায় হামলা চালায় বন্দুকবাজেরা। এর আগে পেসো শহরের ওয়ালমার্ট এলাকায় বন্দুকবাজের হামলায় ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর আবারও একবার হামলার মুখোমুখি টেক্সাস। সূত্রের খবর অনুযায়ী এই হামলায় আহতের সংখ্যা ৫।

শনিবার মিডল্যান্ড ও ওডেসা শহরের ঠিক মাঝখানে দুটি গাড়ি মিলে পোস্টাল ডিপার্টমেন্টের একটি গাড়িকে আটক করে। ডাক বিভাগের সেই গাড়িটি ছিনতাই করেই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজেরা। খবর পেয়েই স্থানীয় এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় টেক্সাস ইউনিভার্সিটির ক্যাম্পাসও। 
হামলার সময় এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। তাদের আক্রমণের পাল্টা জবাবও দেয় পুলিশ বাহিনী। সেই হামলায় গুরুতর আহন হন ল এনফোর্সমেন্টের তিনজন অফিসারও। হামলায় আহত হয়েছে অন্তত ২১ জন। পুলিশের আক্রমনে নিহত হন এক বন্দুকবাজও। ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টেক্সাস পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় একজন বন্ধুকধারী নিহত হয়েছে, অনুমান করা হচ্ছে  সেই এই হামলার মূল চক্রী।
এ বিষয়ে টুইট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফবিআই ও আইন সংস্থা এই ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News