ইউক্রেনের (Ukraine) থার্মোবারিক বোমা (Thermobaric Bombs) হামলা চালাচ্ছে রাশিয়া (Russia), এমনটাই অভিযোগ। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ (Russia Ukraine Crisis) থামার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। যত দিন যাচ্ছে বিপজ্জনক রূপ নিচ্ছে এই যুদ্ধ। এ যেন ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin ) ইগো আর ইউক্রেনবাসীর জাত্যাভিমানের দ্বন্দ্ব। প্রতিরোধ যত বাড়ছে, ততই দাঁত নখ বের হচ্ছে প্রবল পরাক্রমী রুশ বাহিনীর (Russian Army)। ইউক্রেনের (Ukraine) পক্ষ থেকে সাম্প্রতিক অভিযোগ করা হয়েছে, রাশিয়া তাদের দেখের উপর থার্মোবারিক বোমা (Thermobaric Bombs) দিয়ে হামলা চালাচ্ছে। শোনা যায়, এই বোমা বিস্ফোরণে নির্গত প্রচন্ড উত্তাপে মানব শরীরের চামড়া-মাংস-হাড় সব গলে যায়।
গত ২৫ দিনে ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ চলছে। ধারাবাহিক হামলায় ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস করেছে রাশিয়া। দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যেই ইউক্রেনের উপর থার্মোবারিক বোমা নিক্ষেপ করা শুরু করেছে রাশিয়া। এই হামলার এক ভয়ঙ্কর ভিডিও-ও সামনে এসেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দাবি করা হয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনে মারাত্মক থার্মোবারিক মাল্টিপল লঞ্চ রকেট (Thermobaric Multiple Launch Rocket ) নিক্ষেপ করছে।
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এই ভয়ঙ্কর বোমা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। থার্মোবারিক বোমাকে বলা হয় 'ফাদার অব অল বম্বস', অর্থাৎ 'সব বোমার বাবা'। পারমাণবিক অস্ত্রের মতো এই বোমাটিরও প্রচণ্ড বিধ্বংসী ক্ষমতা রয়েছে এবং গুরুতর প্রভাব ফেলতে পারে। এই বোমা, শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে গলিয়ে দেওয়ার জন্য সুপরিচিত।
কী এই থার্মোবারিক বোমা? এটা কতটাই বা বিপজ্জনক? পারমানবিক বোমার পর, থার্মোবারিক বোমাকেই বিশ্বের সবচেয়ে মারাত্মক বিস্ফোরক বলে গণ্য করা হয়। ২০০৭ সালে রাশিয়া এই বোমা প্রস্তুত করেছিল। এগুলির একেকটির ওজন হয় প্রায় ৭১০০ কেজি। একবার নিক্ষেপ করা হলে, এর পথে কোন ভবন, মানুষ, জীব জন্তু - যাই পড়ুক না কেন, তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। একে অ্যারোসল এবং ভ্যাকুয়াম বোমাও বলা হয়। এই বোমার বিস্ফোরণে ৪৪ টন টিএমটি বিস্ফোরকের সমান শক্তি নির্গত হয়। ভ্যাকুয়াম বোমা বাতাসের অক্সিজেন শোষণ করে বিস্ফোরণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এই ধরনের বিস্ফোরণে একটি আল্ট্রাসনিক শকওয়েভ তৈরি হয়, যা ভয়ানক ধ্বংসের কারণ হয়ে থাকে।
এই ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই, নেট দুনিয়া জুড়ে আশঙ্কা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ভিডিও ক্লিপটি দেখার পর, অনেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই বিশ্বের সবচেয়ে খারাপ ব্যক্তি বলে অভিহিত করেছেন। কী দেখা যাচ্ছে এই ভিডিও ফুটেজে? দেখা যাচ্ছে, একটি বড় রকেট লঞ্চার থেকে পর পর ১১টি রকেট নিক্ষেপ করা হচ্ছে। সঙ্গের ক্যাপশনে বলা হয়েছে, এই ফুটেজ থেকে নিশ্চিত করা যাচ্ছে, ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়া থার্মোবারিক বোমা আক্রমণ করছে। অনেকেই এই ভিডিও দেখে জানিয়েছেন, এটি অত্যন্ত খারাপ ধরণের অস্ত্র। এর থেকে দীর্ঘস্থায়ী ফায়ারবল তৈরি হয়, যা বড় এলাকা, এমনকী আস্ত একটি ভবনও ধ্বংস করতে পারে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়া থার্মোবারিক অস্ত্রের বড় মজুত নিয়ে নেমেছে বলে জানা গিয়েছে। এই বোমাগুলিকেই বর্তমানে যুদ্ধক্ষেত্রে উপলব্ধ সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বলে মনে করা হয়। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই একেকটি রকেট, ৩০০ বর্গমিটার এলাকার মধ্যে সবকিছু ধ্বংস করতে পারে।