ইউক্রেনের অধিকাংশ এলাকাই ঘিরে ফেলেছে রুশ সেনা, রাশিয়ার দখলে কোন জায়গা দেখে নিন

প্রায় ইউক্রেনকেই চারদিক থেকে ঘিরে ফেলেছে। ইউক্রেনকে আটক করেই ক্রমশ ভিতরে প্রবেশের পথ প্রসস্থ করছে রাশিয়া তথা রুশ সেনা। যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনের মধ্যেই দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রও। উল্লেখ্য ইউক্রেনের খেরসন দিয়েও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল।

একদিকে যুদ্ধের সাইরেন, বোমার আওয়াজ, অন্যদিকে মৃত্যু-মিছিল। ষষ্ঠ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war)। মঙ্গলবার গোটা দিনভর ইউক্রেনের খারকিভে বিস্ফোরণ চালাল রুশ সেনারা (Rush Soilders)। দেখতে দেখতে পাঁচ দিন পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। আলোচনার টেবিলে বসলেন দুই রাষ্ট্রপ্রধান। তবে বেলারুশে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতটা ফলপ্রসূ হল তা জানা যায় নি। এর মাঝেই সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, ইউক্রেন (Ukraine) এখন পুরোপুরি রুশ সেনার (Rush Soilders) চক্রব্যূহে বন্দি। প্রায় ইউক্রেনকেই (Ukraine) চারদিক থেকে ঘিরে ফেলেছে। ইউক্রেনকে আটক করেই ক্রমশ ভিতরে প্রবেশের পথ প্রসস্থ করছে রাশিয়া তথা রুশ সেনা (Russia)। যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনের মধ্যেই দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রও। উল্লেখ্য ইউক্রেনের খেরসন দিয়েও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল।

রাশিয়া -ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি রুখতে সোমবার  বেলারুশে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছেন ভোলোদেমির জেলনস্কি, তখনই রুশ সেনার আক্রমণে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সুত্রে। বিশেষভাবে উল্লেখ্য, ১২ জনের তালিকায় ছিল নবীন শেরারাপ্পা নামে এক ভারতীয় পড়ুয়াও যিনি ইউক্রেনে ডাক্তারি পড়ার চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার খারকিভে রুশ সেনার ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের মাটিতে প্রথম প্রাণ হারায় এই ভারতীয়। সুত্রের খবর অনুযায়ী , রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

Latest Videos

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত লুহনস্কের পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। আবার ক্রিমিয়া কেন্দ্র বরাবর রুশ হানায় নিহত হয়েছেন ১০ গ্রিক নাগরিক। মারিয়োপোলে মৃত্যু হয়েছে ছয় ইউক্রেন নাগরিকের। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছেন ইউক্রেন রাষ্ট্রপতি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury