'মা আমার ভয় লাগছে', ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে মৃত্যুর আগে আর কী লিখেছিলেন রুশ সেনা

Published : Mar 01, 2022, 05:08 PM IST
'মা আমার ভয় লাগছে', ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে  মৃত্যুর আগে আর কী লিখেছিলেন রুশ সেনা

সংক্ষিপ্ত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষেদের একটি জরুরি অধিবেশণে রাষ্ট্র সংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত রুশ সেনার এই বার্তাগুলি পড়ে শুনিয়েছেন। যা নিয়ে উদ্ধেগ তৈরি হয়েছে গোটা বিশ্বে।   

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  (Russia-Ukraine War) ঠিক কোন পর্যায় চলছে- তা হয়তো এখান থেকে বসে আঁচ করা সম্ভব নয়। কিন্তু এক রুশ সেনার (Russian Army) বার্তা যদি আপনি পড়েন তাহলেও পরিষ্কার হয়ে যাবে যুদ্ধের ভয়াবহতা বা বিভৎষতা। কারণ রাশিয়া থেকে ইউক্রেনে (Ukraine) যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছে এই রুশ সেনা। কিন্তু রণক্ষেত্র থেকে মায়ের উদ্দেশ্যে শেষ টেক্টট মেসেজে সে জানিয়ে গেছে যুদ্ধের নৃশংশতা। 

রুশ সেনা লিখেছে, 'মা আমি ইউক্রেনে রয়েছি। সেখানে সত্যিকারের যুদ্ধ চলছে। আমি ভীত, আমি অপ্রস্তুত। আমরা এখানে একসঙ্গে সমস্ত শহরে বোমা বর্ষণ করছি। এমনকি  এই দেশের সাধারণ মানুষদেরও টার্গেট করছি।' রুশ সেনা নিজের প্রাণ হারানোর আগে তাঁর মায়ের কাছে এভাবেই যুদ্ধের ভয়ঙ্কর ছবির কথা লিখে গেছেন। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষেদের একটি জরুরি অধিবেশণে রাষ্ট্র সংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত রুশ সেনার এই বার্তাগুলি পড়ে শুনিয়েছেন। যা নিয়ে উদ্ধেগ তৈরি হয়েছে গোটা বিশ্বে। 

টেক্সট মেসেজ এক্সচেঞ্জ অনুযায়ী রাশিয়ান সৈনিকের মা তাঁর ছেলের কাছে জানতে চেয়েছিলেন তিনি তাঁকে একটি পার্সেল পাঠাতে পারবেন কিনা। তার উত্তরেই রুশ সেনা এই বার্তা দিয়েছেন। রুশ সেনা আরও বলেছেন,  তিনি ইউক্রেনে রয়েছেন। দাঁড়িয়ে রয়েছেন মৃত্যুর মুখোমুখি। 

রুশ সেনার বার্তা অনুযায়ী তিনি তাঁর মাকে বলেছেন, 'মা আমাদের বলা হয়েছিল ইউক্রেনের সেনা বাহিনী আমাদের স্বাগত জানাবে। কিন্তু এখানে কারা আমাদের সাঁজোয়া গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যুদ্ধের যান আটকাতে নানা চেষ্টা করছে।' রুশ সেনা বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে সর্বত্র। তিনি আরও বলেছেন ইউক্রেনের সেনা বাহিনী রুশ সেনাদের ফ্যাসিস্ট বলে ডাকছে।  তিনি তাঁর মাকে বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি খুবই কঠিন। এই রুশ সেনা আগে ক্রিমিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও মনে করছে অনেকে। 

অন্যদিকে ইউক্রেন এটা স্পষ্ট করে দিয়েছে, রুশ সেনার আগ্রাসনের বিরুদ্ধে তারা এক ইঞ্চি জমিও ছাড়বে না। ইউক্রেন সরকার বারবারই রুশ সেনাকে ফিরে যাওয়ার বার্তা দিয়েছে। তবে রাশিয়া যে ইউক্রনে আরও বড় হামলার পরিকল্পনা করছে তা স্পষ্ট হয়ে গেছে। ম্যাক্সারের উপগ্রহ চিত্রের ছবি অনুযায়ী ইউক্রেনের উদ্দেশ্যে বিরাট রণসজ্জা পাঠাচ্ছে রাশিয়া। ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনা কনভয়ের ছবি  সামনে এসেছে। যা বলছেন রাশিয়া এখনই ইউক্রেন থেকে পিছিয়ে আসবে না। 

অপারেশন গঙ্গার সাফল্য, যুদ্ধের ইউক্রেন থেকে দেশে ফিরল ১৮২ জন

গাড়ির তেল চাইতে গিয়ে বন্দি ২ রুশ সেনা, ইউক্রেনে যুদ্ধে গিয়ে বিপত্তি

জীবন বাজি রেখে রুশ ট্র্যাঙ্ক রুখে দেওয়ার চেষ্টা, যুদ্ধের ইউক্রেনে ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার