বিকিনি পরলেই মিলবে বিনামূল্যে পেট্রোল, অভাবনীয় সাড়ায় মুখ লুকালো কর্তৃপক্ষই

  • বিকিনি পরে আসলে মিলবে বিনামূল্যে জ্বালানি
  • বিজ্ঞাপন দিয়েছিল রাশিয়ার একটি পেট্রোল পাম্প
  • তেল নিতে বিকিনি পরে পুরুষদের ভিড়
  • বিকিনি পরা পুরুষদের ভিড় সামলাকে হিমশিম কর্মীরা

দিনে দিনে বাড়ছে জ্বালানির দাম। দেশের আর্থিক অবস্থা ভাল হলেও জ্বালানির দাম উর্দ্ধমুখী রাশিয়াতেও। কিন্তু প্রচার পেতে এক অভিনব বিজ্ঞাপন দিয়েছিল রাশিয়ার একটি পেট্রোল পাম্প। কয়েক ঘণ্টার জন্য সেখানে বিনামূল্যে পেট্রোল মিলবে বলে ঘোষণা করেছিল সামারার অলভি গ্যাস স্টেশন। আর তাতেই যা সাড়া মিলল তা একেবারে অবিশ্বাস্য। 

Latest Videos

নিজেদের প্রচার চালাতে এক অভিনব পন্থা নিয়েছিল  অলভি গ্যাস স্টেশন। বিকিনি পরে আসলে সেখানে একেবারে বিনামূল্যে মিলবে জ্বালানি, এমনটাই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল এভাবে বিকিনি পরা নারীদের ভিড় বাড়বে পেট্রোল পাম্পে, প্রচারও হবে বেশ। কিন্তু বিজ্ঞাপেন কোথাও উল্লেখ ছিল না এই শর্ত কেবল নারীদের জন্য কিনা। আর সেখানেই ঘটে বিপত্তি। নারীদের পরিবর্তে ফ্রি-তে জ্বালানি নিতে বিকিনি-অন্তর্বাস পরে পেট্রোল পাম্পের সামনে লাইন লাগান শত শত পুরুষ। 

বিনামূল্যে জ্বালানির এই অভারটি ছিল মাত্র তিন ঘণ্টার জন্য। আর তাতেই বিকিনি পরা পুরুষদের ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। তবে এর মধ্যেই বিকিনি পরিহিত পুরুষদের ছবি ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। 

পেট্রোল পাম্প সংস্থার এই ভাবে প্রচারের আলো পাওয়ার স্ট্যাটিজির সমালোচনা উঠেছে বিভিন্ন মহল থেকে।  যেসব পুরুষরা এই চ্যালেঞ্জ নিয়েছেন তাঁদের রসবোধ নিয়েও আলোচনা চলছে রাশিয়ায়। তবে এই ঘটনা প্রথম নয়। ইউক্রেনের একটি গ্যাস স্টেশনও এর আগে এমনই মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের