যুদ্ধের আঁচ রুশ রাষ্ট্রপতির ঘরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘেরাটোপে পুতিনের কন্যারা

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে পুতিনের কন্যা, কাতেরিনা ভ্লাদিমিরোভনা তিখোনোভা এবং মারিয়া ভ্লাদিমিরোভনা ভোরোন্টোভাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

একেই কি বলে বুমেরাং? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে পড়ল খোদ রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন পুতিনের কন্যারা। এই তালিকায় রয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের পরিবার, দেশের বড় বড় ব্যাঙ্কগুলির কর্তা ও তাদের পরিবার। 

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষের মৃতদেহের ছবি সহ ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের নৃশংসতার নতুন নতুন ঘটনা সামনে আসার পর থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

Latest Videos

তবে এই ছবিগুলোর সত্যতা স্বীকার করতে চায়নি মস্কো। তাদের দাবি এই ছবিগুলো যে রাশিয়ার সেনার হামলার ছবি তার কোনও প্রমাণ কিয়েভ দেখাতে পারেনি। তবে স্যাটেলাইট ইমেজে দেখানো হয়েছে যে যখন রাশিয়ানরা বুচা নিয়ন্ত্রণ করছিল, তখনই সাধারণ মানুষকে এভাবে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। তবে সেই প্রসঙ্গে কথা না বলে পুতিনের দাবি কিয়েভ শাসনের উস্কানিতেই এই কাজ হয়েছে। 

এই ছবি প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুচা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়া বড় মাত্রায় যুদ্ধাপরাধের মত ঘটনা ঘটাচ্ছে। দায়িত্বশীল দেশগুলির সামনে এই অপরাধীদের জবাবদিহি করতে হবে। এজন্য বিশ্বের সচেতন দেশগুলিকে একজোট হতে হবে। 

এদিকে এই ঘটনার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে পুতিনের কন্যা, কাতেরিনা ভ্লাদিমিরোভনা তিখোনোভা এবং মারিয়া ভ্লাদিমিরোভনা ভোরোন্টোভাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পুতিনের প্রাপ্তবয়স্ক সন্তান হওয়ার জন্য এই দুই কন্যার সম্পত্তি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

পুতিনের মেয়ে তিখোনোভা একজন টেক এক্সিকিউটিভ হিসাবে কাজ করেন। যার কাজ GoR (রাশিয়া সরকার) এবং প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করা। এদিকে, তার বোন ভোরোন্টোভা, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রোগ্রামগুলির নেতৃত্ব দেয়। এই প্রোগ্রামগুলি জেনেটিক্স গবেষণার জন্য ক্রেমলিন থেকে বিলিয়ন ডলার পেয়েছে এবং ব্যক্তিগতভাবে পুতিন এই প্রজেক্টগুলি তত্ত্বাবধান করেন। 

এদিকে, দিন কয়েক আগেই যুদ্ধের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সামনে আনছে ভয়ঙ্কর যুদ্ধের ছবি। রাশিয়া এদিন ইউক্রেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালায় বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। অন্যদিকে পাল্টা হিসেবে ইউক্রেনও একটি খোলা মাঠে রাশিয়ান ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে- এমন দাবি করে একটি ভিডিও সামনে এসেছে। 

ইউক্রেনের দাবি রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি রাশিয়ান ফ্রিগেট ইউক্রেনের একাধিক পরিকাঠামো টার্গেট করেছে। সেটি টারটি কালিব্র ক্রিজ ক্ষেপণাস্ত্র সালভো নিক্ষেপ করেছে। অন্যদিকে পাল্টা হিসেবে ইউক্রেনও রাশিয়ান ট্র্যাঙ্কগুলিকে নিশানা করেছে। ইউক্রেনের সীমনায় ঢুকে পড়া রাশিয়ার বেশকিছু ট্যাঙ্ক ইউক্রেন ক্ষতি করতে পেরেছে বলেও দাবি করেছে। 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari