লন্ডন ব্রিজে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু

  • লন্ডন সেতুতে ছুরি নিয়ে হামলা
  • ছুরির আঘাতে আহত বেশ কয়েকজন
  • পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু
     

debamoy ghosh | Published : Nov 29, 2019 6:47 PM IST

২০১৭ সালের পর আবারও লন্ডন ব্রিজে সন্দেহভাজন জঙ্গি হামলা।স্থানীয় সময় শুক্রবার বিকেলবেলা আচমকাই লন্ডন ব্রিজের উপরে ছুরি নিয়ে আমজনতার উপরে হামলা চালায় এক আততায়ী। বেশ কয়েকজনকে সে ছুরি দিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ত সেতুতে। যদিও আততায়ীর কাছে আগ্নেয়াস্ত্র না থাকায় সাহস করে পথচারীরাই ওই হামলাকারীকে ধরে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম  সিএনএন অবশ্য দাবি করেছে, পুলিশের গুলিতে ওই হামলাকারীর মৃত্য হয়েছে। হামলার পরেই দ্রুত সেতু খালি করা হয়। যদিও এটি  জঙ্গি হামলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা এখনও স্পষ্ট নয়। 

লন্ডনের মেয়র সাদিক খান সাহসিকতার জন্য লন্ডনবাসীকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুলিশ এবং জরুরি বিভাগের সব কর্মীদের দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশংসা করেছেন। দু' বছর আগে এই লন্ডন সেতুতে জঙ্গি হামলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছিল। 
 

Share this article
click me!