Taliban: শীর্ষ নেতা আখুন্দাজাদাকে হত্যা করেছে পাকিস্তান, এক বছর পরে মুখ খুলল তালিবানরা

সম্প্রতি একটি টেলিভিষণে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রবীন তালিবান নেতা আমির আল মুমিনিন জানিয়েছিলেন, পাকিস্তান বাহিনীর হামলাতেই এক বছর আগে  শহিদ হয়েছেন হাইবাতুল্লাহ। 

চলতি বছর অগাস্ট মাসে তালিবানরা (Taliban) কাবুলের (Kabul) দখল নিয়েছিল। তারপর থেকেই তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে (Hibatullah Akhundzada) নিয়ে আলোচনা শুরু হয়েছিলে। কারণ তাঁকে সামনে রেখেই দীর্ঘ দিন ধরে মার্কিন তথা মিত্র বাহিনী ন্যাটোর বিরুদ্ধে লড়াই করেছিল তালিবানরা। তালিবানরা সরকার গঠনের সময়ও শোনা গিয়েছিল হাইবাতুল্লা আখুন্দজাদার নেতৃত্বেই চলবে তালিবান সরকার। এতদিন পরে সব জল্পনার অবসান ঘটিয়ে তালিবানরা  জানিয়ে দিয়েছে পাকিস্তান বাহিনীর আত্মঘাতী হামলাতে গত বছর নিহত হয়েছেন তালিবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা। ক্ষমতা দখলের প্রায় ২ মাস পরে সামনে এল সত্যি ঘটনা।

Shovan Baisakhi: সবকিছু ছাপিয়ে গেলেন যুগল, দশমীতে অন ক্যামেরা 'বান্ধবী'কে সিঁদুর পরালেন শোভন

Latest Videos

গ্লোবাল হাঙ্গার রিপোর্ট রীতিমত অবাক করার মত, তথ্য পেশ করে বলল কেন্দ্রীয় সরকার

সম্প্রতি একটি টেলিভিষণে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রবীন তালিবান নেতা আমির আল মুমিনিন জানিয়েছিলেন, পাকিস্তান বাহিনীর হামলাতেই এক বছর আগে  শহিদ হয়েছেন হাইবাতুল্লাহ। একটা সময় শোনা গিয়েছিলে হাইবাতুল্লা পাকিস্তানের সেনা বাহিনীর হেফাজতে রয়েছে। নিরাপত্তা দিতেই পাক বাহিনী তাঁকে হেফাজতে নিয়ে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। অনেকেই আবার দাবি করেছিলেন পাক সেনা বাহিনী তাঁকে হত্য়া করেছে। এবার সেই তত্বেই মান্যতা দিল তালিবানরা। 
Bangladesh: দূর্গা পুজো ঘিরে অশান্ত বাংলাদেশ, ঢাকেশ্বরী মন্দির থেকে কড়া বার্তা শেখ হাসিনার

২০১৬ সালে হাইবাতুল্লা আখুন্দাজাদা তালিবানদের প্রধান নেতার স্থান দখল করেছিলেন। সেই সময় থেকেই তিনি গুরুদায়িত্ব সামলে আসছেন। ৯০ এর দশকে তালিবানরা ।খন আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল সেই সময় হাইবাতুল্লাহকে দেশের অপরাধ কমানোর মত গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল।২০০১ সালে তালিবানদের উচ্ছেদের পর থেকে তালিবান পরিষদের প্রধান করা হয় হাইবাতুল্লাকে। ২০১৫ সালে তৎকালীন তালিবান প্রধান মোল্লা মনসুরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ধর্মগুরু হিসেবেই তিনি মূলত পরিচিত ছিলেন। তালিবানদের নরমপন্থী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। আব্দুল ঘানি বরাদরের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকার মোকাবিলার কথার ছকও কষতেন তিনি। স্বল্পভাষী এই নেতা কখনই জনগণের সামনে তেমন আসেনি। গত বছর ইদের শুভেচ্ছা জানিয়ে হাইবাতুল্লার একটি ভিডিও প্রকাশ করেছিল তালিবানরা। তারপর থেকেই হাইবাতুল্লার আরও কোনও তথ্য সামনে আনেনি। এতদিন তাঁর মৃত্যু নিয়েও মুখ খুলেনি তালিবানরা। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury