Afghanistan: অবশেষে কাবুলে দখলদারি শুরু, তালিবানদের হেলিকপ্টার নামল মার্কিন দূতাবাসে

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করল তালিবান জঙ্গিরা। রবিবার এই আতঙ্ক কাবুলের সব সরকারি অফিস ছেড়ে পালাতে শুরু করেছেন সরকারি কর্মীরা।

Parna Sengupta | Published : Aug 15, 2021 8:48 AM IST / Updated: Aug 15 2021, 03:00 PM IST

আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) প্রবেশ করল তালিবান জঙ্গিরা (Taliban fighters)। রবিবার এই আতঙ্ক কাবুলের সব সরকারি অফিস ছেড়ে পালাতে শুরু করেছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই কাবুলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে (US Embassy) নেমেছে তালিবানদের একাধিক হেলিকপ্টার (helicopters)। আফগানিস্তানে তালিবানদের ঘাঁটি আরও জোরদার ও শক্ত হল। রাজধানী দখলের অর্থ প্রায় গোটা আফগানিস্তানেই কবজা করল তালিবানরা। 

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তথ্যে তিন আফগান আধিকারিক জানান, তালিবানরা রাজধানীর কালাকান, কারাবাগ এবং পাগমান জেলায় ছিল। জঙ্গিরা ক্রমশ এগিয়ে আসতে থাকে। প্রথমেই জালালাবাদ দখল করে তারা। পাক সীমান্তের খুব কাছের এই শহর আপাতত তালিবান দখলে। তবে কাবুলের পুরো অংশের দখল এখনও নিতে পারেনি তালিবানরা।

Latest Videos

সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাত্র এক সপ্তাহের মধ্যে ক্ষমতার উৎস হয়ে উঠছে তালিবানরা। আফগান নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে দেশের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। আফগানিস্তান সরকার সূত্রে খবর, মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় সাঁজোয়া গাড়ি দেখা যায়। দেখা যায় শাটল রান ফ্লাইটস। তবে এই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কোনও বক্তব্য রাখেনি। গোটা ঘটনা ঘিরে ধোঁয়াশার মধ্যে রয়েছেন কূটনীতিকরা। 

এরই সঙ্গে চেক রিপাবলিক নিজেদের দূতাবাসের কর্মীদের কাবুল থেকে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন চেক কূটনীতিকরা। 

এদিকে, মাজার-ই-শরীফ তালিবান বিরোধী ঘাঁটি হিসেবে বরাবর পরিচিত  ছিল। সেই মাজার -ই শরীফ দখলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তালিবানরা জালালাবাদ দখল করে নেয়। বর্তমানে প্রায় অধিকাংশ আফগানিস্তানই তালিবানদের দখলে চলে গেছে। রাষ্ট্রপতি আশরাফ ঘানি আর রাজধানী কাবুলকে প্রায় সবদিকদিয়েই ঘিরে ফেলেছে তালিবানরা। এই অবস্থায় কিছু না বললেও তালিবান মূল বক্তব্য হল হয় যুদ্ধ কর না হবে আত্মসমর্পণ কর।  তবে কাবুলের দখল রাখতে গেলেই ঘানি সরকারকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হতে হবে। কিন্তু সেই শক্তি সরকারের রয়েছে কিনা তাই নিয়েই উঠেছে প্রশ্ন।

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar