বিশ্বের চতুরতম অপরাধী, আজ পর্যন্ত এই তিন চোরের সন্ধান পায়নি কোনও দেশ

কথায় বলে চুরি বৃত্তি মহৎ বৃত্তি, যদি না পড়ো ধরা। তবে ধরতে পারলে চোরবাবাজীর কপালে অশেষ দুঃখ লেখা থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু চোর আছে যারা সবার হুঁশ উড়িয়ে দিয়েছে

আপনারা নিশ্চয়ই শুনেছেন এমন কিছু চোর আছে যারা চোখের কাজল চুরি করে কিন্তু সামনের মানুষটি তা বুঝতেও পারে না। কথায় বলে চুরি বৃত্তি মহৎ বৃত্তি, যদি না পড়ো ধরা। তবে ধরতে পারলে চোরবাবাজীর কপালে অশেষ দুঃখ লেখা থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু চোর (three smartest thieves) আছে যারা সবার হুঁশ উড়িয়ে দিয়েছে (most smartest thieves in the world)। বিশ্বের বিভিন্ন দেশের এজেন্সি (Agencies of countries) আজ পর্যন্ত তাদের সন্ধান করতে পারেনি। এই প্রতিবেদনে জেনে নিন বিশ্বের সবচেয়ে চতুর তিন চোরের কথা।

বিশ্বের এক নম্বর চতুর চোর

Latest Videos

দুষ্টু চোরদের মুকুটহীন রাজা এবং চতুরতার তালিকায় এক নম্বরে থাকা হ্যারি উইনস্টন ডাকাতির অভিযোগে অভিযুক্ত। ২০০৮ সালের ডিসেম্বরে, ফ্রান্সের প্যারিসে একটি গয়নার দোকানে তিনজন মহিলা এবং একজন পুরুষ ঢুকে পড়ে। তারপর একটি মেয়ে তার ব্যাগ থেকে একটি বন্দুক এবং অন্য একটি হ্যান্ড গ্রেনেড দিয়ে ভয় দেখায়। এই লোকেরা গয়নার দোকান থেকে ১০৮ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে, কিন্তু আজ পর্যন্ত এই চারজনের কোন তথ্য পাওয়া যায়নি।

দ্বিতীয় বুদ্ধিমান চোর

চতুর চোরদের তালিকায় দুই নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের গার্ডনার মিউজিয়ামের চোরেদের কথা সামনে আসে। ১৯৯০ সালে গার্ডনার মিউজিয়ামে পুলিশ হয়ে দুই চোর আসে। তাঁরা গার্ডকে বলেন যে মিউজিয়ামের নিরাপত্তা পরীক্ষা করতে এসেছে তারা। এরপর গার্ডকে বেঁধে দুই চোরই কোটি টাকার ১৩টি শিল্পকর্ম নিয়ে পালিয়ে যায়। ৩১ বছর পেরিয়ে গেলেও চোর ও সেসব শিল্পকর্মের কোনো ক্লু পাওয়া যায়নি। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এখনও বিষয়টি তদন্ত করছে। জাদুঘর চোরদের জন্য ১০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৭৫ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা পুরস্কার রেখেছে।

তৃতীয় বুদ্ধিমান চোর

ডিবি কুপার বিশ্বের তৃতীয় চতুর চোর। ডিবি কুপার ১৯৭১ সালের ২৪ নভেম্বর বোয়িং-৭০৭ হাইজ্যাক করে। ডিবি কুপার একটি বোমা বহনকারী ফ্লাইটে উঠেছিল। প্রথমে সে একজন এয়ার হোস্টেসকে বলেছিল যে তার কাছে বোমা আছে। এরপর তিনি বিমানের পাইলটকে একটি নোট পাঠান, যাতে লেখা ছিল ৪টি প্যারাসুট ও ২ লাখ ডলার দাও না হলে বোমা দিয়ে বিমান উড়িয়ে দেব। সিয়াটল, মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট অবতরণ করান এবং আমি সেখানে এই সমস্ত জিনিস চাই। সিয়াটলে তার দাবির বিনিময়ে, ডিবি কুপার ৩৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়েছিল। এরপর বিমানটি মেক্সিকোতে উড়ে যায় এবং ডিবি কুপার প্যারাসুটের সাহায্যে বিমান থেকে লাফিয়ে পড়েন এবং আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এই মামলার এখনও তদন্ত করছে।

Share this article
click me!

Latest Videos

Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি