রাশিয়া-ইউক্রেন সংকট, যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া ৪--৫০ শতাংশ আক্রমণের অবস্থানে রয়েছে। তারা ৪৮ ঘণ্টায় কৌশলগত অবস্থান থেকে সরে গেছে। 

নিজের অবস্থান থেকে এখনও পর্যন্ত পিছিয়ে যায়নি রাশিয়া (Russia)। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এখনও পর্যন্ত ইউক্রেন (Ukraine) সীমান্ত ৪০ শতাংশ রুশ সেনা অবস্থান করে রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য মস্কো সেনা অভিযান শুরু করেছে। মার্কিন (USA) কর্মকর্তা ও ন্যাটো কর্তাদের অনুমান প্রায় দেড় লক্ষ রুশ সেনা ইউক্রেন সীমান্ত অবস্থান করে রয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ রাশিয়া-ইউক্রেন সংকট (Ukraine-Russia Crisis) আরও বাড়িয়ে তুলেছে। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া ৪--৫০ শতাংশ আক্রমণের অবস্থানে রয়েছে। তারা ৪৮ ঘণ্টায় কৌশলগত অবস্থান থেকে সরে গেছে। কৌশলগত অবস্থান হল সেই এলাকা যেখানে আক্রমণের আগে সামরিক ইউনিট স্থাপন করা হয়। 
 

Latest Videos

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে মস্কো ইউক্রেন সীমান্তের কাছে প্রায় ১২৫ ব্যাটালিয়ন কৌশলগত দল তৈরি করেছে। যা আগে স্বাভাবিক সময়ে ৬০ ছিল। ফেব্রুয়ারি থেকেই এই এলাকায় সেনা সমাবেশ বাড়তে শুরু করে। সেই সময় ৮০টি ব্যাটালিয়ন সেনা রেখেছিল রাশিয়া।  অন্যদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শক্তি ইউক্রেনের সংকট আরও বাড়িয়ে তুলেছে। ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে তারা মাঝে মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই বিচ্ছিন্নতাবাদীদের প্রবল মদত দিচ্ছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ আগেই সতর্ক করে বলেছিল রাশিয়া ইউক্রেন হামলার চালানের আগে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিতে পারে। তা ইউক্রেনের সংকট আরও বাড়িয়ে তুলবে। 


মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন  রাশিয়ার প্রেসিজেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে অনেকগুলি বিপল্প রয়েছে। তিনি এই ইউক্রেনের ওপর ছোটখাটো একটি হমালা চালাতেই পারেন। অন্যদিকে এদিনই পুতিনের নেতৃত্বে পারমাণবিক অস্ত্রের মহড়া দিতে পারে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিন যুদ্ধের ডঙ্কা বাজিয়ে চলেছে। আর রাষ্ট্র সংঘ জানিয়েছেন রাশিয়ার এই ভূমিকা ঠান্ডা যুদ্ধের সম্ভাবনাকে আবারও উস্কে দিচ্ছে। 

রুশ প্রশাসন সূত্রে খবর, রাশিয়ার সামরিক  কমান্ড ও কর্মীদের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে সেনা মহড়ায়। একই সঙ্গে রাশিয়া পারমাণবিক ও প্রচলিত অস্ত্রগুলি কতটা নির্ভরযোগ্য তাও পরীক্ষা করে দেখার জন্য একাধিক কৌশল গ্রহণ করেছে। রাশিয়ার এই পদক্ষেপ দেখে বৃহস্পতিবারই মার্কিন প্রশাসন সতর্ক করে বলেছিল যে কোনও মুহুর্তেই রাশিয়া যুদ্ধের ডঙ্কা বাজাতে পারে। যে কোনও সময়ই উইক্রেন আক্রমণ করতে পারে মস্কো। অন্যাদিকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর দেশগুলির ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে। 

কাশ্মীরে চলতি বছর ১৫তম এনকাউন্টারে হত ১, বাকিদের খোঁজে চলছে তল্লাশি

ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স, বিমানের মতই দুর্ঘটনার তথ্য দেবে এই প্রযুক্তি

ঝড় ইউনিকের দাপটে উড়ে গেল মানুষ-বাধা পেল বিমান, প্রলব জলোচ্ছ্বাস ব্রিটেনে

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury