সাড়ে চার হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে তাদের হাতে, দাবি ইউক্রেনের মন্ত্রীর

হান্না মালইয়ার তার ফেসবুক পেজে আরও বলেছেন যে রাশিয়ান সেনা প্রায় ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টার হারিয়েছে।

ইউক্রেনকে (Ukraine) তছনছ করতে এসেছিল রাশিয়া (Russia), তবে তার ফল ভুগেছে তাঁরা। এমনই দাবি ইউক্রিনিয় মন্ত্রী (Ukrainian minister) হান্না মালইয়ার (Deputy Defence Minister Hanna Malyar)। তাঁর দাবি রাশিয়া আক্রমণে নিজেদের প্রায় চার হাজার তিনশো লোককে হারিয়েছে। রবিবার উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এমন তথ্য দিলেও, বিষয়টি প্রমাণিত নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

হান্না মালইয়ার তার ফেসবুক পেজে আরও বলেছেন যে রাশিয়ান সেনা প্রায় ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টার হারিয়েছে। এদিকে, রবিবার সকালে রাশিয়ান বাহিনী (Russian forces) দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে (Kharkiv) একটি গ্যাস পাইপলাইন (gas pipeline) উড়িয়ে দিয়েছে। রবিবার ভোরে কিয়েভের দক্ষিণ আকাশ বিশাল বিস্ফোরণে আলোকিত হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের তরফে বলা হয় যে একটি বিস্ফোরণ ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে ঘটেছে। রাজধানী থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণে ভাসিলকিভের মেয়র বলেছেন, সেখানে একটি তেল ডিপোতে আঘাত করা হয়েছে।

Latest Videos

পরিসংখ্যান বলছে দেড় লক্ষেরও বেশি ইউক্রেনীয় পোল্যান্ড, মলদোভা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে গেছে। রাষ্ট্রসঙ্ঘের সতর্কতা যে যুদ্ধ বাড়লে এই সংখ্যা চার মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। এদিকে, মস্কো জানিয়েছিল গোমেল শহরে তারা ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক (Peace meet) নিয়ে আলোচনায় বসতে রাজি। কিন্তু রাশিয়ার এই প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকোচ করে দেয় ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছেন বেলারুশে রাশিয়ার সঙ্গে তাঁরা কোনও রকম আলোচনা করবে না। 

জেলেনস্কি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ থেকে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে।রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে জেনলস্কি বলেন, রাশিয়া যে কেবলমাত্র ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নীতি নিয়েছে তাই নয়। এমন জায়গায় আলোচনায় বসতে চাইছে যে দেশটির ওপর রাশিয়ার একচ্ছত্র অধিকার রয়েছে। বেলারুশের পরিবর্তে ওয়ারশ, ইস্তাম্বুল বা বাকুতে যে তাদের আলোচনায় বসতে আপত্তি নেই তাও স্পষ্ট করে দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যে দেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় না সেই দেশেই তিনি আলোচনার জন্য যেতে রাজি রয়েছেন। 

তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ইউক্রেনের শীর্ষ প্রসিকিউটর, ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ বাহিনী খারকিভকে এখন দখলে নিতে পারেনি। ১.৫ মিলিয়ন মানুষের শহরটি রাশিয়ান সীমান্ত থেকে ২৫ মাইল দূরে অবস্থিত। কিয়েভে, আতঙ্কিত পুরুষ, মহিলা এবং শিশুরা ভিতরে এবং ভূগর্ভস্থ নিরাপত্তা চায় সরকারের কাছ থেকে। মানুষকে রাস্তা থেকে দূরে রাখতে ৩৯ ঘন্টার কারফিউ বজায় রেখেছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র