চিরনিদ্রায় 'কিয়েভ ভূত', মৃত্যুর আগে বীরত্ব ত্রাস হয়ে দাঁড়িয়েছিল রাশিয়ান সেনাদের কাছে

মৃত্যুর আগে বীর যোদ্ধা ৪০ টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছিল বা নিয়ে নামিয়ে দিয়েছিল। একই সঙ্গ ইউক্রেনীয় পাইলটের নামও জানিয়ে দেওয়া হয়েছে। বীর পাইলটের নাম মেজর স্টেপান তারাবালকা। 

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রাশিয়ার ত্রাশ হয়ে দাঁড়িয়েছিল 'ঘোস্ট অব কিয়েভ' বা কিয়েভের ভূত। ইউক্রেনীয় এই পাইলটকে নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। টাইমস অব লন্ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে সেই দুর্ধর্ষ পাইলটের মৃত্যু হয়েছে গত মাসে। তবে মৃত্যুর আগে বীর যোদ্ধা ৪০ টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছিল বা নিয়ে নামিয়ে দিয়েছিল। একই সঙ্গ ইউক্রেনীয় পাইলটের নামও জানিয়ে দেওয়া হয়েছে। বীর পাইলটের নাম মেজর স্টেপান তারাবালকা। ২৯ বছরের এই পাইলটের এক সন্তানের বাবাও। 

ব্রিটেনের সংবাদপত্র বলেছে তারাবালকা একটি মিগ -২৯ যুদ্ধবিমান নিয়েই যুদ্ধের আসরে রাশিয়ার ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত ১৩ মার্চ রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধের সময়ই তাঁর বিমান লক্ষ্য করে গুলি চালায় রাশিয়ান সেনারা। সেই সময়ই তাঁর মৃত্যু হয়। পাইলটকে যুদ্ধে সাহসিকতার জন্য  মরণোত্তর শীর্ষে পদক অর্ডার অব দ্যা গোল্ডেন স্টারও দিয়েছে ইউক্রেন সরকার। তাঁকে ইউক্রেনের জাতীয় হিরোর খেতাবও দেওয়া হয়েছে। 

Latest Videos

টাইমেসেরর প্রতিবেদন অনুসারে তারাবালকো শুধু ইউক্রেনেই জনপ্রিয় এমনটা হয়। বিশ্বেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাঁর বীরত্ব আর সহসিকতার জন্য। সেই জন্যই তাঁর ব্যবহৃত সানগ্লাস, আর হেলমেট লন্ডনের একটি সংস্থা নিলাম করবে। 

ইউক্রেন প্রশানস সূত্রের খবর, রাশিয়ার আক্রমণের প্রথম দিন থেকেই যথেষ্ট আগ্রাসী ছিলেন এই ইউক্রেনীয় পাইল। প্রথম দিনেই ১০টি রাশিয়ার যুদ্ধবিমান মাটিতে নামিয়ে এনেছিলেন তারাবালকা। তারপরই তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ইউক্রেনবাসী তাঁরে কিভেয়ের ভূত বলে সম্বোভন করেন। রাশিয়ার বাহিনীর কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন তারাবালকো। কিন্তু রুশ সেনাদের গুলিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দুই মাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া - ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার আগ্রাসী ভূমিকেয় তছনছ হয়ে গেয়েছে ছোট্ট সাজানো দেশ ইউক্রেন। একের পর এক বড় শহরে রাশিয়ান গোলা আর মাসাইলের ধাক্কায় ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। যারা বেঁচে যাচ্ছে তাদের হয়ে হয়েছে গণহত্যার শিকার। ইউমধ্যেই বুচা আর ইরপিনে গণহত্যার অভিযোগ তুলেছে ইউক্রেন। রাশিয়ার সেনাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধ বদ্ধ করার কোনও  পদক্ষেপ নেয়নি রাশিয়া। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করল রাশিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে রাশিয়ার বিমান বাহিনীর বিরুদ্ধে লড়়াই করার জন্য তারা ইউক্রেনকে পূর্ণ সহযোগিতা করবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে তারা ইউক্রেনেকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমরাস্ত্রও দেবে। এরপরই রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ রীতিমত সতর্ক করেছেন। তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত বিপদ ঘনিয়ে আসছে। 

মমতার 'স্বপ্নের তৃতীয় ফ্রন্ট' নিয়ে মন্তব্য প্রশান্ত কিশোরের, আই-প্যাকেই আস্থা তৃণমূল সুপ্রিমোর

'কংগ্রেসকে ব্ল্যাকমেল করতেই তৃণমূলকে ব্যবহার', দল ছেড়ে PK-কে কাঠগড়ায় তুললেন গোয়ার নেতা

ভুলেও এই ৫ রকম জল দিয়ে ওষুধ খাবেন না, ডেকে আনতে পারে মহা বিপদ

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla