Donald Trump Sleeping: বৈঠকের সময় ঘুমোচ্ছিলেন? সত্যিটা জানালেন ট্রাম্প

Published : Jan 30, 2026, 05:41 PM IST
Donald Trump Sleeping

সংক্ষিপ্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অনেকের ঘুম কেড়ে নিয়েছেন। কিন্তু গোটা দুনিয়ার রাতের ঘুম কেড়ে নেওয়া ট্রাম্পই নাকি গুরুত্বপূর্ণ সময়ে ঘুমিয়ে পড়ছেন! 'নিদ্রামগ্ন প্রেসিডেন্ট'-এর ভাইরাল ভিডিওর জেরে এবার খোদ ট্রাম্প মুখ খুললেন। 

Donald Trump Sleep Controversy: কখনও শত্রু দেশের প্রেসিডেন্টকে অপহরণ, তো কখনও ট্য়ারিফ, আবার কখনও গ্রিনল্যান্ড, কিউবা, কলম্বিয়াকে সরাসরি হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) এখন অনেকের ঘুম কেড়ে নিয়েছেন। কিন্তু গোটা দুনিয়ার রাতের ঘুম কেড়ে নেওয়া ট্রাম্পই নাকি গুরুত্বপূর্ণ সময়ে ঘুমিয়ে পড়ছেন! 'নিদ্রামগ্ন প্রেসিডেন্ট'-এর ভাইরাল ভিডিওর জেরে এবার খোদ ট্রাম্প মুখ খুললেন। গত মাসে হোয়াইটহাউসে এক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করতে দেখা গিয়েছিল। ভাইরাল ভিডিওয় পরিষ্কার দেখা যাচ্ছে ৭৯ বছরের ট্রাম্প গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝে ঘুমিয়ে পড়েছেন। যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের ইস্য়ু ছিল, জো বাইডেন বয়েসের ভারে ঘুমিয়ে পড়া। ক্ষমতায় ফিরে বাইডেনকে এখনও কটাক্ষ করে ট্রাম্প বলেন, 'স্লিপি জো' (ঘুমকাতুরে জো)। সেই কটাক্ষ এবার বুমেরাং হয়ে ধেয়ে আসছে ট্রাম্পের দিকে। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন আর মাস কয়েক পরেই ৮০ বছরে পা দিতে চলা মার্কিন প্রেসিডেন্ট।

'ঘুমকাতুরে জো'বলা ট্রাম্পের জবাব

ট্রাম্পের এদিন সাংবাদিকদের সামনে দাবি করেন, "সেদিন আমি ঘুমিয়ে পড়িনি। শুধু চোখটা বেশ কিছুটা সময় ধরে বন্ধ করেছিলাম। কারণ সেদিন মিটিংটা অনেকটা দীর্ঘ হওয়ায় কিছু একটা বিরক্তি থেকে বের হতে চোখ বন্ধ করেছিলাম।"তবে ট্রাম্প যাই বলুন, মার্কিন প্রেসিডেন্টকে কাছ থেকে দেখা সাংবাদিকদের একাংশ বলছেন, তাঁর কাজের ইচ্ছা এনার্জি আছে ঠিকই, কিন্তু এবার তাঁর ওপর বয়স থাবা বসাচ্ছে। মার্কিন মুলুকের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট ট্রাম্প এখন নাকি আর খুব বেশি পরিশ্রম করতে পারছেন না। সম্প্রতি ট্রাম্পের হাতে একটি ক্ষত দেখা দিয়েছে। যা নিয়ে তার শারীরিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

ভাইরাল সেই ভিডিও

 

 

আর ক মাস পরেই ৮০ বছরে পা দিচ্ছেন ট্রাম্প

এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প স্পষ্টভাবে ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করেন। ট্রাম্প বলেন, "আগের বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলেছিল, যার মধ্যে দীর্ঘ সাংবাদিক সম্মেলনেও ছিল। তাঁর কথায়,"অনেকে বলেছেন, আগের বৈঠকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু না, সেটা একেবারেই ভুল। আমি ঘুমায়নি। বরং বিরক্তিকর পরিস্থিতির কারণেই চোখ বন্ধ করেছিলেন। ট্রাম্পের মন্তব্য, বৈঠকটি খুবই একঘেয়ে হয়ে উঠেছিল এবং তিনি সেখান থেকে দ্রুত বেরোতে চেয়েছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যাদের টাকায় ট্রাম্প ভোটে জিতেছেন তাদের কথাতেই চলছেন, বিস্ফোর মার্কিন সমর বিশেষজ্ঞ
কিউবাকে তেল বেচলেই শুল্ক চাপবে, নয়া ফরমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের